সাতক্ষীরায় ৩৮ কেন্দ্রে অংশ নেবে ২১৬৬৯ জন শিক্ষার্থী:নকল মুক্ত করতে সকল প্রস্তুতি সম্পন্ন
সাতক্ষীরা জেলা প্রশাসকের দায়িত্বশীল সূত্র জানাায়, এ বছর জেলায় ৩৮টি কেন্দ্রে ২৯টি ভেন্যুতে ২১ হাজার ৬শ ৬৯ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ২১ টি কেন্দ্রে ১৫ হাজার ৫৩ জন এসএসসি, ৭টি কেন্দ্রে ১ হাজার ২শ ৫৭ জন এসএসসি (ভোকেশনাল) ও ১০টি কেন্দ্রে ৫ হাজার ৩শ ৫৯ জন দাখিল পরীক্ষার্থী পরিক্ষা দেওয়ার কথা জানানো হয়েছে।
সংশিষ্ট সুত্র জানায়, সদর উপজেলায় ৪টি কেন্দ্রে ৪ হাজার ৯১ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে এসএসসিতে ২ কেন্দ্রে ২টি ভেন্যুতে ২ হাজার ৪শ ৯০ জন, ভোকেশনালে ১টি কেন্দ্রে ১টি ভেন্যুতে ৪শ ১১ জন এবং দাখিলের ১টি কেন্দ্রে ১টি ভেন্যুতে ১ হাজার ১শ ৯০ জন পরীক্ষায় অংশ নেবে। তালা উপজেলায় ৭টি কেন্দ্রে ৫টি ভেন্যুতে ৩ হাজার ২শ ৯১ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে এসএসসি ৪টি কেন্দ্রে ৪টি ভেন্যুতে ২ হাজার ৪শ ৪৯ জন, ভোকেশনাল ১টি কেন্দ্রে ১টি ভেন্যুতে ১শ ৪৩ জন, দাখিল ২টি কেন্দ্রে ৬শ ৯৯ জন পরীক্ষায় অংশ নেবে। কালিগঞ্জ উপজেলায় ৬টি কেন্দ্রের ৪টি ভেন্যুতে ২ হাজার ৯শ ৫০ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে এসএসসি ৩টি কেন্দ্রে ৩টি ভেন্যুতে ২ হাজার ১শ ৪৬ জন, ভোকেশনাল ১টি কেন্দ্রের ১টি ভেন্যুতে ১শ ৮০ জন, দাখিল ২টি কেন্দ্রের ২টি ভেন্যুতে ৬শ ২৪ জন পরীক্ষায় অংশ নেবে। কলারোয়া উপজেলায় ৬টি কেন্দ্রে ৬টি ভেন্যুতে ৩ হাজার ২শ ৭৭ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে এসএসসি ৪টি কেন্দ্রের ৪টি ভেন্যুতে ২ হাজার ৪শ ১৬ জন, ভোকেশনালের ১টি কেন্দ্রের ১টি ভেন্যুতে ২শ ২৬ জন, দাখিল ১টি কেন্দ্রের ১টি ভেন্যুতে ৬৩৫ জন পরীক্ষায় অংশ নেবে। আশাশুনি উপজেলায় ৭টি কেন্দ্রের ৫টি ভেন্যুতে ৩ হাজার ৪১৫ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে এসএসসি ৪টি ভেন্যুতে ২ হাজার ৪৭০ জন, ভোকেশনাল ১টি কেন্দ্রের ১টি ভেন্যুতে ১৭ জন, দাখিল ২টি কেন্দ্রে ৯২৮ জন পরীক্ষায় অংশ নেবে। দেবহাটা উপজেলায় ৪টি কেন্দ্রের ২টি ভেন্যুতে ১ হাজার ৪৩৯ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে এসএসসি ২টি কেন্দ্রের ২টি ভেন্যুতে ১ হাজার ৪৬ জন, ভোকেশনাল ১টি কেন্দ্রে ১শ ৩৫ জন, দাখিল ১টি কেন্দ্রে ২শ ৫৮ জন পরীক্ষায় অংশ নেবে। শ্যামনগর উপজেলায় ৪টি কেন্দ্রের ৪টি ভেন্যুতে ৩ হাজার ২শ ৬ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে এসএসসি ২টি কেন্দ্রের ২টি ভেন্যুতে ২ হাজার ৩৬ জন, ভোকেশনাল ১টি কেন্দ্রের ১টি ভেন্যুতে ১৪৫ জন, দাখিল ১টি কেন্দ্রের ১টি ভেন্যুতে ১ হাজার ২৫ জন পরীক্ষায় অংশ নেবে।
এব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান জানান, পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলাগুলোতে প্রশ্নপত্র পৌঁছে দেয়া হয়েছে। তিনি আরও জানান, সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হওয়ায় নকল করার সুযোগ কম। তারপরও এসব বিষয়ে সজাগ থাকতে কেন্দ্র সচিবদের কঠোরভাবে নির্দেশ দেয়া হয়েছে। প্রতিটি উপজেলায় ম্যাজিষ্ট্রেট এবং অন্যান্যদের সমš^য়ে ৩ সদস্য বিশিষ্ট তদারকি কমিটি করা হয়েছে। যারা সার্বক্ষণিক দায়িত্বে থেকে সার্বিক ঘটনা মনিটরিং করবেন।
কাজী নাসির উদ্দীন, সাতক্ষীরা