আপনার গোপন তথ্য জেনে নিচ্ছে এলজি

অনলাইন ডেস্ক ,জি নিউজঃ- dw 22 একজন কোন চ্যানেল দেখছেন সেটা জেনে নিচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেলিভিশন নির্মাতা এলজি ইলেকট্রকিস৷ এরপর সেই তথ্য ব্যবহার হচ্ছে বিজ্ঞাপনের ক্ষেত্রে৷ এমনই অভিযোগ উঠেছে দক্ষিণ কোরীয় এই কোম্পানির বিরুদ্ধে৷ একজন কোন চ্যানেল দেখছেন সেটা জেনে নিচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেলিভিশন নির্মাতা এলজি ইলেকট্রকিস৷ এরপর সেই তথ্য ব্যবহার হচ্ছে বিজ্ঞাপনের ক্ষেত্রে৷ এমনই অভিযোগ উঠেছে দক্ষিণ কোরীয় এই কোম্পানির বিরুদ্ধে৷ সম্প্রতি ব্রিটিশ আইটি বিশেষজ্ঞ জেসন হুন্টলে এ সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে একটি ব্লগ লেখেন৷ তিনি বলেন, নিজের এলজি স্মার্ট টিভিতে ‘কালেকশন অফ ওয়াচিং ইনফো’ অপশনটি ‘অফ’ করে দেয়ার পরও এলজি যে তথ্য সংগ্রহ করছে সে প্রমাণ তিনি পেয়েছেন৷ এছাড়া টিভিতে যুক্ত করা ইউএসবি ড্রাইভের তথ্যও সংগ্রহ করে নেয় এলজি৷ এ বিষয়ে এলজির কাছে জানতে চাইলে এলজি কর্তৃপক্ষ দায়দায়িত্বটা যে খুচরা বিক্রেতা টিভি বিক্রি করেছে তার উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করে বলে জানিয়েছেন হুন্টলে৷ এলজি কর্তৃপক্ষ হুন্টলেকে জানায়, ‘‘টিভি বিক্রি করার সময় ঐ খুচরা বিক্রেতা আপনাকে শর্তাবলী জানায়নি৷’ তবে হুন্টলের ব্লগ নিয়ে চারিদিকে আলোচনা শুরু হওয়ার পর এলজি জানিয়েছে তারা বিষয়টি তদন্ত করে দেখবে৷ এদিকে বার্তা সংস্থা এপির প্রশ্নের জবাবে বিশ্বের শীর্ষস্থানীয় টিভি নির্মাতা প্রতিষ্ঠান সামস্যাং ইউএসবি ড্রাইভ থেকে তথ্য সংগ্রহ না করার কথা জানালেও ব্যবহারকারীর চ্যানেল সম্পর্কিত তথ্য সংগ্রহের ব্যাপারে কোনো উত্তর দেয়নি৷ খবর-DW DE এর

Exit mobile version