আপনার পুরুষটি অন্য নারীর দিকে তাকালে যে ৭ টি কাজ করবেন

অনলাইন ডেস্ক:- একজন সঙ্গী থাকার পরও আপনার পুরুষটি যদি অন্য নারীর দিকে ড্যাবড্যাব করে তাকায় তাহলে তা আপনার জন্য বিব্রতকর। আর এ সমস্যা শুধু আপনারই নয়, বহু নারীই এমন অভিযোগ করেন। এ লেখায় থাকছে এমন অবস্থায় কী করা উচিত, সে সম্বন্ধে কয়েকটি পরামর্শ।

. ঠাণ্ডা থাকুন আপনার পুরুষটি যদি অন্য কারো দিকে ড্যাবড্যাব করে তাকানো বন্ধ না করে তাহলে আপনি যা করতে পারেন তা হলো প্রাথমিক প্রতিক্রিয়াটি বন্ধ করা। অর্থাৎ প্রাথমিকভাবে আপনার মনোভাব গোপন রাখতে হবে। কয়েক মিনিট মাথা ঠাণ্ডা রেখে পরবর্তী কাজের জন্য সিদ্ধান্ত নিন।

. পর্যবেক্ষণ করুন আপনার চিন্তায় যদি নিরাপত্তাহীনতা বাসা বাঁধে কিংবা প্রচণ্ড রাগ হয়, তার পরও ঠাণ্ডা থাকুন। এ অবস্থায় আপনার প্রাথমিক কাজ হবে পর্যবেক্ষণ করা। সম্পূর্ণ পরিস্থিতি ভালোভাবে বুঝে দেখার বিকল্প নেই। এমনও হতে পারে যে, সম্পূর্ণ বিষয়টি অত্যন্ত স্বাভাবিক। পরিস্থিতি হয়তো এমন কিছু নয়, যা নিয়ে আপনার চিন্তা করতে হবে।

. ভয়কে বিশ্বাসে রূপান্তরিত করুন ভয় হলো এমন এক অনুভূতি, যা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। এতে সুখও বিনষ্ট হয়। এ ক্ষেত্রে আপনার নিজের ওপর বিশ্বাস স্থাপন করে ভয়কে বিশ্বাসে পরিণত করার চেষ্টা করতে হবে। উভয় পক্ষের যদি বিশ্বাস থাকে তাহলে হয়তো এটি কোনো ঘটনাই হবে না।

. হিংসা নয় বিবেচনা করে দেখুন যে, আপনার সঙ্গী অন্যের দিকে তাকালে আপনার মাঝে যে প্রতিক্রিয়া হচ্ছে, তা হিংসা নয় তো? আপনার সঙ্গী অন্যের দিকে তাকানো মানে সবকিছু যে শেষ হয়ে গেল তা কিন্তু নয়। আর তাই তার সঙ্গে আপনার তুলনা বাদ দিন।

. তাকে বিচক্ষণ হতে বলুন আপনার সঙ্গীকে জানান, তার এ আচরণ কতটা বিব্রতকর। তাকে নিয়ে আপনার দুশ্চিন্তার কথা জানান। তাকে বিচক্ষণ হতে বলুন।

. যোগাযোগ দক্ষতা বাড়ান এ ধরনের পরিস্থিতি সামলাতে আপনার সামাজিক যোগাযোগের দক্ষতা বাড়ানোর কোনো বিকল্প নেই। তাই সামাজিক যোগাযোগের দক্ষতা বাড়ানোর অনুশীলন করুন। এরপর ঠাণ্ডা মাথায় যথাযথভাবে তাকে জানান, সমস্যাটির বিস্তারিত।

. স্বমহিমায় প্রস্ফুটিত হোন আপনার সঙ্গী অন্য নারীর দিকে তাকালে তাতে বিচলিত হওয়া বন্ধ করুন। তার বদলে নিজেই স্বমহিমায় প্রস্ফুটিত হোন। নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট হোন এবং অন্য বিষয়ে ভ্রুক্ষেপ করা বাদ দিন।সূত্র : ইন্টারনেট

Exit mobile version