আফগানিস্তানে কারারক্ষীরে ৪০জন নিহত, জেল ভেঙে ৪০০ বন্দির পলায়ন

 

আন্তর্জাতিক ডেক্সঃ- আফগানিস্তানে জেল ভেঙে ৪০০ বন্দি পালিয়েছে। ওই হামলায় ৪০ জনের মত নিরাপত্তা কর্মী ও কারারক্ষী নিহত হয়েছেন। প্রাণ হারিয়েছে তিন আত্মঘাতী হামলাকারী।
রবিবার গভীর রাতে রাজধানী কাবুল থেকে ৭৫ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত গজনি শহরে তালেবানরা জেল ভেঙে বন্দিদের পলায়নে সহায়তা করে বলে জানা গেছে।
রবিবার স্থানীয় সময় রাত ২টার দিকে কারাগারের প্রধান ফটকে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালায় তালেবান বিদ্রোহীরা। এ সময় কারাগারের প্রায় সকল বন্দি পালিয়ে যায়।
তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, দলের বন্দুকধারীরা এবং তিন আত্মঘাতী মিলে রবিবার রাতে কারাগারে হামলা চালিয়ে ৪০০ জন বন্দিকে ছাড়িয়ে এনেছেন। এদের মধ্যে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ তালেবান নেতাও রয়েছেন।
তিনি আরো জানান, রবিবার ওই হামলায় ৪০ জনের মত নিরাপত্তা কর্মী ও কারারক্ষী নিহত হয়েছেন। এছাড়া আরো প্রাণ হারিয়েছে তাদের দলের তিন আত্মঘাতী হামলাকারী। তবে সরকারি বিবৃতিতে নিহত সেনাদের সংখ্যা কম করে দেখানো হয়েছে।
গজনির ডেপুটি গভর্নর মোহাম্মদ আলি আহমাদি বলেছেন, সবমিলিয়ে ৩৫২ জন বন্দি পালিয়েছে যাদের মধ্যে প্রায় ১৫০ জনই তালেবান জঙ্গি।
তিনি আরো বলেন, রবিবার রাতের ওই হামলায় সাত তালেবান এবং চার আফগান নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।
তবে হামলার সময় কারাগারটিতে ঠিক কতজন বন্দি ছিল সে বিষয়টি নিশ্চিত করতে পারেনি আফগান নিরাপত্তা কর্মকর্তারা।

Exit mobile version