অনলাইন ডেস্ক ,জি নিউজ ঃ- আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রস্থলে রাষ্ট্রপতি প্রাসাদ লক্ষ্য করে হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। প্রায় দুই ঘণ্টা গোলাগুলির পর চার হামলাকারী সবাই নিহত হয়েছে বলে জানিয়েছে আফগান পুলিশ। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ছয়টায় এই হামলা চালানো হয়। সেখানে প্রেসিডেন্ট কারজাইয়ের সঙ্গে সংবাদ সম্মেলনের জন্য বিপুল সংখ্যক সাংবাদিকরা অপেক্ষা করছিল। তার পরপরই ভবনের পূর্ব ফটকে হামলা শুরু হয়। হামলার সময় প্রেসিডেন্ট হামিদ কারজাই ভবনের ভেতরে ছিলেন কি না তা এখনও জানা যায়নি। কাবুলের শাশ দারাক এলাকায় প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) আফগান সদরদপ্তরেও হামলা হয়। সেখান থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। ঘটনাস্থল থেকে বিবিসির একজন প্রতিবেদক জানান, বন্দুকধারী হামলাকারীরা প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষী এবং যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় থেকে থেকে বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং ধোঁয়া উড়তে দেখা যায়। সংঘর্ষের সময় ওই এলাকায় অন্তত ১৪টি বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় একটি টিভির খবরে বলা হয়। কাবুলের পুলিশ প্রধান আইয়ুব সালাঙ্গি জানান,ভুয়া নিরাপত্তা পাস নিয়ে তল্লাশি চৌকি পেরিয়ে এসে চার জঙ্গি এ হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে। প্রায় দুই ঘণ্টা পর তাদের হত্যা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে নিরাপত্তা বাহিনী। এদিকে কাবুলে দায়িত্বরত সাংবাদিকদের কাছে মোবাইল ফোনে পাঠানো এক বার্তায় তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন,আজ সকালে আমাদের কয়েকজন প্রেসিডেন্ট প্রাসাদ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আরিয়ানা হোটেলে আত্মঘাতী হামলা চালায়, যারা শহীদ হয়েছেন। আরিয়ানা হোটেল থেকেই আফগানিস্তানে কার্যক্রম পরিচালনা করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ। ওই এলাকায়ই কাবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবনগুলো অবস্থিত, যার মধ্যে প্রেসিডেন্ট প্রাসাদের পাশাপাশি ন্যাটো নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর সদরদপ্তর, আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সিআইএর আফগান সদরদপ্তর রয়েছে। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই তালেবানের সঙ্গে আলোচনা সম্ভাবনা নাকচ করার একদিন পর এই হামলা চালানো হলো। গতকাল যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় কোন আলোচনা বসবে না বলে সরাসরি জানিয়ে দেয়, প্রেসিডেন্ট কারজাই।