আন্তর্জাতিক ডেস্ক:- আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা পশ্চিম আফ্রিকায় ন্যাশনাল গার্ড ও রিজার্ভ ফোর্স মোতায়েনের জন্য পেন্টাগনকে আনুষ্ঠানিকভাবে অনুমতি দিয়েছেন। এর ফলে পশ্চিম আফ্রিকায় চার হাজার সেনা মোতায়েন করতে পারবে পেন্টাগন। ওয়াশিংটন দাবি করছে- পশ্চিম আফ্রিকায় মহামারি আকারে ছড়িয়ে পড়া এবোলা মোকাবিলার জন্যই তাদেরকে মোতায়েন করা হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন জানিয়েছে, এবোলা নিয়ন্ত্রণে তাদের এক বছরের বেশি সময় লাগবে। এর আগে লাইবেরিয়া ও সেনেগালে পাঁচশ’ মার্কিন সেনা মোতায়েন রয়েছে পেন্টাগন। তারা এবোলা মোকাবেলায় কাজ করছে বলে দাবি করা হচ্ছে। আফ্রিকায় এবোলা রোগে এ পর্যন্ত প্রায় সাড়ে হাজার মানুষ মারা গেছে। আক্রান্ত মানুষের সংখ্যাও দিন দিনই বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’ হুঁশিয়ারি উচ্চরণ করে বলেছে, আগামি দু’মাসের মধ্যে প্রতি সপ্তাহে ১০,০০০ ব্যক্তি ঘাতক ব্যাধি এবোলাতে আক্রান্ত হতে পারে।খবর:রেডিও তেহরান, এ ছাড়া, এবোলায় আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুর হার বেড়ে ৭০ শতাংশে পৌঁছেছে বলেও জানিয়েছে ‘হু।