আবারো চন্দ্র অভিযানে মার্কিন সংস্থা নাসা

অনলাইন ডেস্ক, জি নিউজঃ- দীর্ঘ ৪০ বছর পর আবারো চাঁদে নভোযান পাঠালো নাসা৷ শুক্রবার রাতেই ভার্জিনিয়া থেকে এটি উৎক্ষেপণ করা হয়৷ লুনার অ্যাটমোসফয়ার অ্যান্ড ডাস্ট এনভারনমেন্ট এক্সপ্লোরার বা এলএডিইই নামের যানটি নতুন করে চাঁদকে চিনতে সাহায্য করবে৷ ১৯৬৯, ১৯৭২ এর পর দীর্ঘ বিরতি৷ মাঝে মহাকাশ অভিযানে প্রেসিডেন্ট বারাক ওবামার বাজেট কাটছাঁট৷ এতকিছুর পরও বসে নেই নাসা৷ এবার তারা আবারো চাঁদে নভোযান পাঠালো সম্প্রতি বিজ্ঞানীদের ধারণা হয়েছে, চাঁদের ভূখণ্ড আগে যেমনটা ভাবা হয়েছিল তার থেকে ভিন্ন৷ সম্প্রতি নাসার কিছু রোবটের তোলা ছবি থেকে এ ধারণা হয়েছে বিজ্ঞানীদের৷ নাসা জানায়, ২০০৯ সালে নাসার একটি উপগ্রহ থেকে তোলা ছবিতে ওয়াটার আইস বা বরফের সন্ধান পাওয়া যায়৷ নাসার বিজ্ঞানী জন গ্রান্সফেল্ড জানালেন, তাঁদের ধারণা ছিল, চাঁদের পৃষ্ঠটা বায়ুমণ্ডলহীন৷ আর এ কারণেই সেখানে আর অভিযান চালানোর পরিকল্পনা ছিল না তাদের৷ পরে পাওয়া ছবিগুলো থেকে তারা আবিষ্কার করলেন চাঁদ আসলে বৈজ্ঞানিকভাবেই বেশ জীবিত, এটা এখনও বিকশিত হচ্ছে এবং এর বায়ুমণ্ডলও রয়েছে৷ তিনি জানালেন, চাঁদের বায়ুমণ্ডল এতটাই পাতলা যে এর কণিকাগুলোর মাঝে কোন সংঘর্ষ হয়না৷ এই স্তরটাকে বলা হয় এক্সসফেয়ার৷ নতুন অভিযানের কাজ হবে পৃথিবীর কক্ষপথে গিয়ে চাঁদকে একমাস ধরে ২৫০ কিলোমিটার দূর থেকে প্রদক্ষিণ করা এবং এরপর লেজার রশ্মি ও তিনটি যন্ত্রের সাহায্যে চাঁদের বায়ুমণ্ডলের তথ্য সংগ্রহ করা৷ উৎক্ষেপণের পর কিছু যান্ত্রিক গোলযোগ গেখা গেলেও নাসা জানিয়েছে, দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সমস্যাগুলির সমাধান হয়ে যাবে বলে তাদের আশা৷ সূর্যের অতি বেগুনি রশ্মীর সাহায্যে চাঁদের ধূলিকনা বিদ্যুতায়িত হয় কিনা আর এ কারণেই কি সূর্য উদয়ের আগে বর্ণিল আলোকচ্ছটা দেখা দেয় প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই এবারের চন্দ্র অভিযান৷ সাম্প্রতিক এই অভিযানের পর নভোচারী পাঠানোর কোনো পরিকল্পনা নাসার নেই৷ কেবল ২০৩০ সালের মধ্যে মঙ্গলে নভোচারী পাঠানোর পরিকল্পনা রয়েছে তাদের৷  এপিবি/এসবি(এএফপি) এ খবর  DW.DE

Exit mobile version