আবুল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি কানাডার আদালতে

aj 19অনলাইন ডেস্ক, জি নিউজঃ- পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী ও বাংলাদেশী বংশোদ্ভূত কানাডীয় নাগরিক জুলফিকার আলী ভূঁইয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কানাডার আদালতগতকাল এই দু’জন ছাড়াও এসএনসি-লাভালিনের সাবেক ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেসের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পদ্মা সেতু দুর্নীতির তদন্তকারী রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) মামলার অন্যতম অভিযুক্ত কেভিন ওয়ালসকে এরইমধ্যে আটক করে পরে নিয়মিত হাজিরা দেয়ার মুচলেকায় জামিন দিয়েছেন আদালততবে অভিযুক্তদের সবাইকে ১৯ সেপ্টেম্বর অন্টারিও কোর্ট অব জাস্টিসের বিচারক নারডিক হেইমারের আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে কানাডার সিবিসি নিউজ গতকাল এক প্রতিবেদনে বলেছে, “পদ্মা সেতু দুর্নীতিতে দু’জন বিদেশী অভিযুক্ত হয়েছেনতার মধ্যে আবুল হাসান চৌধুরী অন্যতমতিনি বাংলাদেশ সরকারের সাবেক একজন কর্মকর্তা ও ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ প্রভাবশালী লবিস্টবিশ্ব ব্যাংক পদ্মা সেতু দুর্নীতি নিয়ে যে চিঠি দিয়েছিল তাতে তার নাম রয়েছেবলা হয়েছে, পদ্মা সেতু দুর্নীতির ঘুষের ভাগ তিনিও পেয়ে থাকতে পারেন।” এদিকে, আওয়ামী লীগ নেতা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে কানাডার পুলিশ বিভাগ পদ্মা সেতুর ঘুষ কেলেঙ্কারির ঘটনায় অভিযুক্ত করলেও তা সরাসরি অস্বীকার করেছেন তিনিঅভিযোগকে সম্পূর্ণ বানোয়াট ও ভুয়া বলে অভিহিত করে তিনি বলেন, “সুস্পষ্টভাবেই আমি বলছি এর সঙ্গে আমার কোনো যোগসাজশ নেই।” পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগে ঘুষ লেনদেনের ষড়যন্ত্রের অভিযোগ তুলে ২০১২ সালের ২৯ জুন ১২০ কোটি ডলারের অর্থায়ন বাতিল করে বিশ্বব্যাংক খবর  রেডিও তেহরানএর তাঃ- বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৩

Exit mobile version