অনলাইন ডেস্কঃ- কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, আমাকে যদি নির্বাচন করতে দেয়া না হয়, নির্বাচনে যদি জালিয়াতির মাধ্যমে গামছাকে পরাজিত করা হয়, তবে আগামী এক মাসের মধ্যে এই সরকারের পতন ঘটবে ইনশাআল্লাহ।
গতকাল রবিবার টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর হাইস্কুল মাঠে আয়োজিত এক জনসভায় কাদের সিদ্দিকী এসব কথা বলেন।
ডা. শামসুল আলম তোতার সভাপতিত্বে সমাবেশে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, এডভোকেট রফিকুল ইসলাম, হাসমত আলী নেতা, হাবিবুন নবী সোহেল, আব্দুল হাই খান নিয়ন প্রমুখ বক্তব্য রাখেন।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী আরও বলেন, আমাকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য নির্বাচনী শিডিউল পরিবর্তন করা হয়েছে। ব্যাংক ছলনার আশ্রয় নিয়েছে। হাইকোর্ট আমার মনোনয়নপত্র গ্রহণ করার নির্দেশ দেয়ার পর নির্বাচন কমিশন সুপ্রিম কোর্র্টে আপিল করেছে। আমার সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এত ভয় কিসের? কাদের সিদ্দিকী বলেন, ব্যাংকের হাজার কোটি টাকা ঋণ নিয়েও যারা পরিশোধ করে না, তারা ঋণখেলাপি হয় না। অথচ আমাকে আজ ঋণখেলাপি বলা হয়, মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধুর পায়ের কাছে যে অস্ত্র জমা দিয়েছিলাম, বর্তমান বাজারে সেগুলোর দাম কয়েক হাজার কোটি টাকা।