আন্তর্জাতিক ডেস্কঃ-মার্কিন যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ দেশটির ফেডারেল সরকারকে বিশ্বাস করে না। নতুন এক মতামত জরিপে এ তথ্য উঠে এসেছে। গত বৃহস্পতিবার প্রকাশিত এ মতামত জরিপের ফলাফলে দেখা গেছে, আমেরিকার প্রতি ১০ জনের মধ্যে ছয় জনই মার্কিন সরকারকে বিশ্বাস করে না। ফক্স নিউজ পরিচালিত এ জরিপে অংশগ্রহণকারী মাত্র ৩৭ শতাংশ মানুষ সরকারের প্রতি তাদের আস্থার কথা জানিয়েছে। এ ছাড়া, মার্কিন সরকারের নজরদারি কর্মসূচিকে বিপদজনক বলে অভিহিত করেছে ৫৪ শতাংশ মানুষ। মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব সার্ভিস বা আইআরএস রক্ষণশীল গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যে পদক্ষেপ গ্রহণ করছে তাতে উদ্বেগ প্রকাশ করেছে জরিপে অংশগ্রহণকারী ৪৪ শতাংশ মানুষ। জরিপে অংশগ্রহণকারীদের এক তৃতীয়াংশ মনে করেন পূর্ববর্তী সরকারের তুলনায় প্রেসিডেন্ট বারক ওবামা’র সরকার অর্থনৈতিক, ব্যক্তিগত এবং নিরাপত্তার ক্ষেত্রে কম স্বচ্ছ। খবর-রেডিও তেহরান,মার্কিন যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ভোটারদের মধ্য থেকে দৈব চয়নের ভিত্তিতে ১,০২৫ জন নিবন্ধিত ভোটারকে এ জরিপের জন্য বেছে নেয়া হয়েছিল। এ ছাড়া, এ জরিপ চালানো হয় ১০, ১২ ও ১৩ মে।