স্পোর্টস ডেস্কঃ- ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে ২৪ বছর পর শিরোপা জিতল জার্মানি। এটি জার্মানদের চতুর্থ বিশ্বকাপ জয়। মারাকানায় ফিরলো রোমের অলিম্পিক স্টেডিয়ামেটানটান উত্তেজনার ফাইনালে নির্ধারিত সময়ের ৯০ মিনিটে গোল করতে না পারায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচটি। অতিরিক্ত সময়ের খেলার ১১৩ মিনিটে গোল করেন বদলি খেলোয়াড় মারিও গোটসে। আর এ গোলের মাধ্যমে লিওনেল মেসির বিশ্বকাপ শিরোপার স্বপ্ন চূর্ণ হয়ে যায়। প্রথমার্ধের ম্যাচের ৩ মিনিটে থমাস মুলারকে অবৈধভাবে আর্জেন্টিনার ডিফেন্ডার মার্কোস রোহো বাধা দেয়া ফ্রিকিক পায় জার্মানি। তবে ফ্রিকিক টনি ক্রুসের ফ্রিকিকি আর্জেন্টিনার খেলোয়াড়দের তৈরি দেওয়ালে লেগে ফিরে আসে। ফিরতি বলটি নিয়ে পাল্টা আক্রমণে যান আর্জেন্টিনার স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েন। বল নিয়ে ডি বক্সের ভেতরে ঢুকে পড়ে গোলবারের ডানপাশের কোনা থেকে শট নেন। হিগুয়েনের শট অল্পের জন্য জাল খুঁজে পায়নি।খেলার ২২ মিনিটে জার্মানির মিডফিল্ডার টনি ক্রুসের ভুল ব্যাকপাস থেকে ডিবক্সের ভেতর বল পান আর্জেন্টিনার স্ট্রাইকার হিগুয়েন। একলা গোলরক্ষককে পেয়েও গোল করার সহজ সুযোগ নষ্ট করেন হিগুয়েন। ৩০ মিনিটে লাভেজ্জি নিচু করে দেয়া ক্রসে পা ছুঁয়ে গোল করেন হিগুয়েন। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।৩৭ মিনিটে আন্দ্রে শুরলের দারুণ এক শট রুখে দেন আর্জেন্টিনার গোলরক্ষক সার্জিও রোমেরো।খেলার ৪০ মিনিটে বল নিয়ে ৬ গজের বক্সের ভেতর ঢুকে পড়ে লাভেজ্জিকে পাস দেন মেসি। গোলবারের খুব কাছে থেকে নেয়া লাভেজ্জির শট ব্লক করে দেন জার্মান ডিফেন্ডার বোয়াটেং। দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে দলকে এগিয়ে দেয়ার দারুণ সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে বল পাঠাতে পারেননি। তার শট চলে যায় জার্মান গোলপোস্টের কিছুটা বাইরে দিয়ে। ৬১ মিনিটে জার্মানির আন্দ্রে শার্লে বল নিয়ে তীব্র গতিতে দৌড়ে যেয়ে বক্সের ভেতরে পাস দেন মেসুত ওজিলেকে। কিন্তু ওজিল বলটি নিয়ন্ত্রণ করতে না পারায় গোলবারে শট নিতেও ব্যর্থ হন।৮০ মিনিটের মাথায় গোলের সুযোগ পেয়েছিলেন বেনেডিক্ট হুভেডেস। কিন্তু গোলপোস্টের একদম সামনে বল পেয়েও শট নিতে পারেননি এই জার্মান ডিফেন্ডার। দুই মিনিট পরে টনি ক্রুসের একটি শটও চলে গেছে আর্জেন্টিনার গোলপোস্টের কিছুটা বাইরে দিয়ে।অতিরিক্ত সময়ের শুরুতে ৯২ মিনিটেই গোল করে এগিয়ে যাওয়ার সুযোগ পায় জার্মানি। কিন্তু গোলরক্ষক সার্জিও রোমেরোর দক্ষতায় বিপদমুক্ত হয় আর্জেন্টিনা। এরপর ৯৭ মিনিটে সুযোগ আসে আর্জেন্টিনার পক্ষে। এবার বাউন্স বল থেকে গোল করতে ব্যর্থ হন রদ্রিগো প্যালাসিও। অবশেষে ১১৩তম মিনিটে গোটসের গোলে এগিয়ে যায় জার্মানি। খবর-রেডিও তেহরান,বাঁদিক দিয়ে আন্দ্রে শুরলের ক্রস বুক দিয়ে নামিয়ে বল মাটিতে পড়ার আগেই বাঁ পায়ের শট জালে জড়ান বায়ার্ন মিউনিখ তারকা। ওই একমাত্র গোলে আমেরিকা থেকে বিশ্বকাপ উঠে গেল ইউরোপের দেশ জার্মানির ঘরে।