আ’লীগ’ লুটপাট আর ভোট চুরিতে বিশ্বাসী :ফখরুল

অনলাইন ডেস্ক:- আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাস করে না। তারা লুটপাট আর ভোট চুরিতে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  গতকাল শুক্রবার বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ দিনব্যাপী ৫০তম জন্ম বার্ষিকীর উসব এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন। তিনি বলেন, জনগণের সমর্থন হারিয়ে এই সরকার রব পুলিশ দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ একতরফা নির্বাচন করে গণতন্ত্রকে ধ্বংস করেছে। সংবিবধান তছনছ করে সারাদেশে লুটপাট আর ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ছাত্রলীগ, যুবলীগ আর আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেরা মারামারি করে জীবন দিচ্ছে। সরকারী দলের ছাত্র সংগঠনের দ্বন্দের কারনে দেশের একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে।

মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার বিএনপি নেতাকর্মীদের পুলিশ রব দিয়ে ধরে নিয়ে পায়ে গুলি করছে। সারাদেশকে পুলিশী রাষ্ট্রে পরিণত করেছে হাসিনার সরকার। ৭৫ সালেও এমন করেছিল আওয়ামী লীগ। সেবার এক ধাক্কায় ছিটকে গিয়ে ২১ বছর ক্ষমতার বাইরে ছিলো আওয়ামী লীগ।তিনি অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানিয়ে বলেন, জনগণের ডাকে সাড়া দিন। অন্যথায় পালাবার পথ পাবেন না। আ’লীগ ভোট দিতে ভয় পাচ্ছে। কারণ ভোট দিলে তাদের প্রার্থীদের জামানত থাকবে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, সাংগঠনিক সম্পাদক মীর শাহ আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Exit mobile version