অন্যদের থেকে আলাদা একটি ভিন্ন আঙ্গিকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তিনি।উত্তর কাফরুল ইসলামিয়া মাদ্রাসা ও আন্না বিবি মহিলা মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অভিভাবককে চিঠির মাধ্যমে নিমন্ত্রন জানিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেন তিনি।বৈঠকে তিনি মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন নিয়ে আলোচনা, মতবিনিময় ও অভিভাবকদের সাথে পরামর্শ করেন ।
উল্লেখ্য যে, তিনি উত্তর কাফরুল কেন্দ্রীয় জামে মসজিদ ও উত্তর কাফরুল ইসলামিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি এবং আন্না বিবি মহিলা মাদ্রাসার সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন । ইতোপূর্বে তার প্রয়াত পিতা আলহাজ্ব আব্দুল খালেক এবং প্রয়াত ভাই আলহাজ্ব মোঃ আজিজুল হক চেয়ারম্যান সাহেবও এই মসজিদ ও মাদ্রাসার খেদমত করে গিয়েছেন । বৈঠকে আরও উপস্থিত ছিলেন মসজিদ ও মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । মতবিনিময় শেষে উপস্থিত সকলের কাছে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন কিনা অনুমতি চাইলে সকলেই উচ্ছ্বাসের সাথে হাত জাগিয়ে তাকে অনুমতি প্রদান করেন ।
জনমত ও সকলের উৎসাহ পেয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণার ঘোষণা করেন । পরে তিনি মাত্র ৭ মিনিটের এক সংক্ষিপ্ত বক্তব্যে উত্তর কাফরুল মসজিদ ও মাদ্রাসাসহ আনা বিবি মহিলা মাদ্রাসার উন্নয়ন, বহুতল বিশিষ্ট মাদ্রাসা ভবন নির্মাণ, কিতাব বিভাগ চালু, ছাত্রদের জন্য খেলার মাঠ, গণকবরস্থান সহ রাস্তাঘাট ও স্যুয়ারেজ নির্মানের অঙ্গীকার ব্যক্ত করেন । বক্তৃতা শেষে তিনি আল-কারিম (মহান অনুগ্রহকারী) অর্থাৎ আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করে উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন । পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মতবিনিময় সভার পরিসমাপ্তি ঘটে । দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উত্তর কাফরুল কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম হাফেজ মাওলানা মোঃ আব্দুর রব সাহেব (দাঃ বাঃ) । মোনাজাতের পর সকলের হাতে তবারক বিতরণ করা হয় ।
পরে তিনি সবার সাথে করমর্দন শেষে তার নির্বাচনী কার্যালয়ে গিয়ে অবস্থান নেন । এসময় সেখানে তার সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় । আবেগে আপ্লুত হয়ে তার এক সমর্থককে কোন এক কথার প্রসঙ্গে বলতে শোনা যায়, “দরকার হইলে রফিক ভাইর লইগ্যা জান দিয়া দিমু, তবুও রফিক ভাইরে আমাগো লাগবো”।এমন কথার রেশ শেষ হতে না হতেই অন্য একজন বলে উঠলেন “ভাই আপনে কোন চিন্তা কইরেন না, আমরা সবাই আপনার সাথেই আছি”।
এরপর সেখান থেকে বের হয়ে এলাকাবাসী কয়েকজনের সাথে কথা বলে তার (রফিকুল ইসলাম) কর্মকান্ড সম্পর্কে জানতে চাইলে তারা জিনিউজকে বলেন, তিনি অত্যন্ত ভাল ও ধর্মভীরু মানুষ।কিছুদিন আগেই তিনি মক্কা শরীফ থেকে পবিত্র হজ্ব পালন করে এসেছেন।তিনি এবং তার পরিবারের সকলেই মসজিদ-মাদ্রাসা,স্কুলও রাস্তাঘাটের উন্নয়ন এবং এলাকার মানুষের জন্য কাজ করে আসছেন।তিনি এই এলাকার মানুষের জন্য নিবেদিত প্রাণ ।
এরকম ধর্মীয় অনুভূতি নিয়ে অত্যন্ত সাধারণভাবে প্রচারণার কাজ শুরু করতে আর কাউকে দেখেননি বলেও মন্তব্য করেন তারা ।
তারা আরও বলেন,তিনি খুবই সাধারণ জীবন-যাপন করেন । আমাদের মাঝে খুব সহজেই মিশে যান।তিনি জয়যুক্ত হলে আমরা ধনী-গরীব সর্বস্তরের মানুষ মনখুলে আমাদের দাবি ও মতামত ব্যক্ত করতে পারব। তাই আমরা তার বিজয়ী কামনা করছি ।
নির্বাচনী তফসিল অনুযায়ী ৮ এপ্রিল থেকে প্রচারণা শুরু, ১০ এপ্রিল প্রতীক নির্ধারণ এবং ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে ।