অনলাইন ডেস্ক, জি নিউজঃ- আল-কায়েদার হুমকিতে নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে রোববার বাংলাদেশসহ ১৪টি দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। বিবিসি ও রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এ ঘোষণা দেয়। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যারি হার্ফ বিবিসিকে বলেন, ৪ আগস্ট রোববার যে সব দূতাবাস ও কনস্যুলেট সাধারণত খোলা থাকার কথা ছিল, সেগুলো বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। ‘নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে’ এই পদক্ষেপ নেয়া হয়েছে। এদিকে, সিবিএস টেলিভিশনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য ও বিভিন্ন মুসলিম দেশে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের ওপর আল-কায়দার হামলা পরিকল্পনার গোয়েন্দা তথ্যের কারণেই দূতাবাস বন্ধের এই সিদ্ধান্ত। তবে ঠিক কোন কোন দেশে এ ধরনের হামলা হতে পারে, সে বিষয়ে প্রতিবেদনে স্পষ্ট কোনো তথ্য নেই।সিবিএস জানিয়েছে, বাহরাইন, ইসরাইল, জর্ডান, কুয়েত, লিবিয়া, ওমান, কাতার, সৌদি আরব, ইয়েমেন, আফগানিস্তান এবং বাংলাদেশের দূতাবাসগুলোকে রোববার বন্ধ রাখতে বলেছে পররাষ্ট্র দপ্তর। এমনিতে মুসলিম বিশ্বে রোববার কর্মদিবস হিসেবে গণ্য হয়। বিশ্বের অন্যান্য দেশে রোববার যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো বন্ধ থাকে। ঢাকার আমেরিকান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার তাদের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানালেও এর কোনো কারণ উল্লেখ করা হয়নি।২০১২ সালের ১১ সেপ্টেম্বর লিবিয়ার বেনগাজিতে মার্কিন দূতাবাসে হামলা চালানো হলে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসসহ চারজন মার্কিনি নিহত হন। পাশাপাশি বিশ্বের অন্যান্য বেশ কয়েকটি দেশের দূতাবাসেও হামলা চালানো হয়।