সূরা নিসা
মদীনায় অবতীর্ণ
আয়াত : ১০৮. ১০৯. ; রুকু ২৪
১৭৫. অতঃপর যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং তাঁকে সুদৃঢ়রূপে ধারণ করেছে, ফলত তিনি তাদেরকে নিজ করুণা ও কল্যাণে প্রবিষ্ট করবেন এবং তাঁর দিকে সরল পথ প্রদর্শন করবেন।
১৭৬. মানুষ তোমার নিকট ফতোয়া জানতে চায়, তুমি বল, ‘আল্লাহ তোমাদেরকে কালালাহ (পিতা-মাতাহীন নিঃসন্তান ব্যক্তি) সম্বন্ধে ফতোয়া দিচ্ছেন। যদি কোন ব্যক্তি নিঃসন্তান অবস্থায় মারা যায় এবং তার বোন থাকে তাহলে সে তার পরিত্যক্ত সম্পত্তি হতে অর্ধাংশ পাবে এবং যদি কোন নারীর সন্তান না থাকে তাহলে তার ভাই তাঁর উত্তরাধিকারী হবে; কিন্তু যদি দুই বোন থাকে তাহলে তাদের উভয়ের জন্য পরিত্যক্ত বিষয়ের দুই তৃতীয়াংশ এবং যদি তার ভাই-বোন পুরুষ ও নারীগণ থাকে, তাহলে পুরুষ নারীর দ্বিগুণ অংশ পাবে; আল্লাহ তোমাদের জন্য বর্ণনা করছেন যেন তোমরা বিভ্রান্ত না হও এবং আল্লাহ সর্ববিষয়ে মহাজ্ঞানী।’