আশুলিয়ার বেড়িবাঁধ থেকে গোলাবারুদ ও অস্ত্রসহ ২ জন আটক করেছে র‌্যাব ১

জি নিউজঃ-ঢাকার আশুলিয়ার বেড়িবাঁধ থেকে টাঙ্গাইল থেকে আসা ঢাকাগামী নিরালা পরিবহনের ঢাকা মেট্রো-গ ১৪-০৬৪৪ ন; একটি বাসে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ গোলাবারুদ সহ অস্ত্র উদ্ধার করেছে  র‌্যাব-১এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ২জন যুবককে আটক করা হয়েছে ওই বাসের একজন যাত্রী সূত্রে এসব তথ্য জানা গেছে এ বিষয়ে র‌্যাব-১ এর এএসপি মোরশেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সোমবার সংবাদ সম্মেলেনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে সূত্র আরও জানায়, পিস্তলটি ছিল বইয়ের ভেতরেআর গুলিগুলো কাপড়ের মধ্যে পেঁচিয়ে রাখা অবস্থায় উদ্ধার করে র‌্যাব এছাড়া সূত্র জানায়, টাঙ্গাইল থেকে ঢাকা আসার পথে সাভারের আশুলিয়ার বেড়িবাঁধে রাত ১০টার দিকে গাড়িটির গতি রোধ করে র‌্যাবভেতরে প্রায় ৪৫ জন যাত্রীকে তল্লাশি করা হয়তল্লাশি চালিয়ে একটি পিস্তল, হাজার অধিক গুলি, একাধিক বোম, গান পাউডার, তার উদ্ধার করে র‌্যাববাসটি তল্লাশি শেষে রাত ১১টার দিকে ছেড়ে দেয় র‌্যাব

Exit mobile version