স্টাফ রিপোর্টার,জি নিউজ: প্রধানমন্ত্রী সাভারে ভবন ধসের ঘটনায় আহতদের দেখতে গতকাল সকালে ন্যাশনাল অর্থোপেডিক হাসপাতাল এবং ওসমানী স্মৃতি মিলনায়তনে নির্ধারিত কর্মসূচিতে যোগ দেয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ডিএমসিএইচ) পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে রোগী, তাদের আত্মীয়স্বজন ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি আহতদের চিকিৎসার এবং তাদের বর্তমান স্বাস্থ্য অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন। এ সময়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, সংসদ সদস্য মোস্তাফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের মহাসচিব ডা. ইকবাল আরসানাল, হাসপাতালের পরিচালকবৃন্দ ও সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী আহতদের প্রত্যেককে জরুরি ব্যয় নির্বাহের জন্য নগদ ১০,০০০ টাকা ও কাপড় দেন। এছাড়াও সরকার আহতদের চিকিৎসা, খাবার ও পরিবহনের ব্যয় বহন করবে বলে ঘোষণা দেন।