তিনি বলেন, “জাতীয় পার্টি সরকারের পার্টনার নয়। ৫০ জনের মন্ত্রিসভায় ৩ জনের থাকা না-থাকায় সরকারের নীতির সঙ্গে কোনো তফাত নেই। কৌশলগত কারণে আমরা সরকারে আছি। তবে সরকার যদি জনগণের বিরুদ্ধে কোনো কিছু করে তাহলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারের অপশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব। আমাদের আন্দোলন হবে সম্পূর্ণ গণতান্ত্রিক। আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা একটি নজির স্থাপন করতে চাই। যা ইতিপূর্বে কেউ করতে পারেনি। আমরা চাই রাজনীতির একটি পরিবর্তন।”
বাবলু বলেন, “সরকারের সঙ্গে আমাদের কৌশলগত অংশগ্রহণ হচ্ছে এই কারণে যে ২০১৩ সালে গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছিল। বিএনপি-জামায়াত দেশব্যাপী সন্ত্রাস, নাশকতা, অগ্নিসংযোগ, মানুষ হত্যা করছিল। এসব গণতন্ত্র বিরোধী কাজকে রুখে দেয়ার জন্য, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সরকারের সঙ্গে আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম।”
তিনি বলেন, শুনতে পাচ্ছি সরকার গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করবে। যদি মূল্য বৃদ্ধি করা হয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
তবে, তিনি এও বলেন, রাজপথের আন্দোলনে সরকার পতন আমরা বিশ্বাস করি না। সংবিধান অনুযায়ী জাতীয় পার্টি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এম এ হান্নান, সৈয়দ আবুল হোসেন, সালমা ইসলাম, রুমা ইসলাম, এস এম ফয়সাল চিশতি প্রমুখ উপস্থিত ছিলেন,