ইউক্রেনঃ রুশপন্থীদের ওপর হামলায় ৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ- ইউক্রেনের পূর্বাঞ্চলীয় স্লোভিয়ান্‌স্ক শহরে সেনাবাহিনীর অভিযানে পাঁচ জন নিহত হয়েছে। গতকাল   বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় পাঁচ সন্ত্রাসী নিশ্চিহ্ন হয়ে গেছে। এছাড়া বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে এক সরকারি সেনা আহত হয়েছে। শহরের প্রবেশমুখে তিনটি চেকপয়েন্টও ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে। ইউক্রেনের পাশ্চাত্যপন্থী প্রেসিডেন্ট ওলেক্সান্ডার তুরচিনভ দেশটির পূর্বাঞ্চলে রুশপন্থী অস্ত্রধারীদের বিরুদ্ধে আবার অভিযান শুরু করার নির্দেশ দেয়ার পর হতাহতের এ ঘটনা ঘটলো। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় অন্তত নয়টি শহরের সরকারি ভবন গত কয়েক সপ্তাহ ধরে দখল করে রেখেছে রুশপন্থী অস্ত্রধারীরা। ইউক্রেন, আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো এ ঘটনার জন্য মস্কোর ‘উস্কানি’কে দায়ী করছে। তবে রাশিয়া এ অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। দেশটি উল্টো ‘রাশিয়ার বারান্দা’য় এসে নাক গলানোর জন্য আমেরিকাকে অভিযুক্ত করেছে। খবর-রেডিও তেহরান।

Exit mobile version