ইউক্রেনের পূর্বাঞ্চলে সামরিক অভিযান বন্ধ করুনঃরাশিয়া

rt u 26আন্তর্জাতিক ডেস্কঃ- ইউক্রেনের পূর্বাঞ্চলে সামরিক অভিযান পুরোপুরি বন্ধ করার জন্য কিয়েভের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় স্লাভিয়ান্‌স্ক শহরের নিয়ন্ত্রণ গ্রহণকারী রুশপন্থী অস্ত্রধারীদের বিরুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনী অভিযান শুরুর পর শুক্রবার এ আহ্বান জানাল মস্কো।রুশ পররাষ্ট্র দফতরের এ সংক্রান্ত বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনে সব ধরণের সামরিক অভিযান এবং সহিংসতা অবিলম্বে বন্ধের আহ্বান জানাচ্ছে রাশিয়া। একই সঙ্গে বিবৃতিতে ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে কিয়েভের সেনাদের সরিয়ে নেয়া এবং জেনেভা চুক্তি বাস্তবায়নেরও আহ্বান জানান হয়েছে।বিবৃতিতে আরো বলা হয়েছে, এ সব পদক্ষেপ বাস্তবায়ন হলে সেখানকার উত্তেজনা প্রশমিত হবে। রাশিয়া জেনেভা চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। গত সপ্তাহে ইউক্রেন এবং পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে এ চুক্তিকে স্বাক্ষর করেছে রাশিয়া। খবর-রেডিও তেহরান

Exit mobile version