অনলাইন ডেস্ক,জি নিউজঃ- ইতালিতে আত্মহত্যার ঘটনা আরো বেড়ে গেছে। রোম ভিত্তিক গবেষণা কেন্দ্র লিঙ্কল্যাব এ তথ্য জানিয়েছে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ২০১২ সালের চেয়ে চলতি বছর অন্তত ৩০টি ঘটনা বেশি ঘটেছে। চলতি বছরের প্রথম ১০ মাসে ইতালির ১১৯ ব্যক্তি আত্মহত্যা করেছে বলে লিঙ্কল্যাব’র গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে। এ বছর যারা আত্মহত্যা করেছে, তাদের মধ্যে ৪৬ জনই বেকার। চলতি বছরের সেপ্টেম্বরে ১৩ জন এবং অক্টোবরে ১৬ জন নিহত হয়। আত্মহত্যাকারীদের মধ্যে প্রায় অর্ধেক অর্থাত ৪৫.৫ শতাংশই উদ্যোক্তা পর্যায়ের। গবেষণা প্রতিবেদনের তথ্য অনুযায়ী ব্যাপক ঋণভার ও হঠাতকরে চাকুরি হারানোর কারণে বেশিরভাগ ইতালীয় আত্মহত্যা করে থাকে। গত বছর ইতালিতে ৮৯ জন আত্মহত্যা করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইতালি সবচেয়ে মারাত্মক অর্থনৈতিক মন্দার সম্মুখীন হয়েছে। দেশটির বেকারত্বের হারও ১২.৫ শতাংশে পৌঁছেছে, যা ১৯৯৭ সালের পর সর্বোচ্চ। খবর তেহরান রেডিও এর তা.ঃ- রবিবার ২৪ নভেম্বর ২০১৩