অনলাইন ডেস্ক ,জি নিউজঃ-ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের এক কারাগারে গত বৃহস্পতিবার ভয়াবহ দাঙ্গার ঘটনায় পাঁচ জন নিহত হয়েছে। এ সময় প্রায় ২শ বন্দী জেল থেকে পালিয়ে যায়। সুমাত্রা দ্বীপের মেডান শহরের কারাগারটিত গত বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া দাঙ্গায় পাঁচ জন নিহত হয়েছে। এ সময় জেল ভেঙ্গে পালিয়ে যায় ২শ বন্দী। এদের মধ্যে ১৩ জন অভিযুক্ত সন্ত্রাসীও রয়েছে। দাঙ্গাকারী বিক্ষুব্ধ বন্দীরা কারাকক্ষে আগুন ধরিয়ে দেয় এবং রক্ষীদের দিকে বোতল ছুড়ে মারে। গতস্পতিবার রাতে দাঙ্গা নিয়ন্ত্রণে ওই কারাগারে সাত শত সেনা ও পুলিশ মোতায়েন করেছেন কর্তৃপক্ষ। এছাড়া পলাতক বন্দীদের গ্রেপ্তারে প্রথক অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। সুমাত্রা পুলিশের মুখপাত্র হেরু প্রাকোসো এএফপিকে বলেন, কারাগারে বিদ্যুৎ বিপর্যয় এবং পানি সরবরাহের সমস্যা নিয়ে বন্দীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। কারা কর্মকর্তাদের বরাত দিয়ে তিনি আরো বলেন, দাঙ্গায় অংশ নেয়া বিক্ষুব্ধ কারাবন্দীরা সেখানে আগুন ধরিয়ে দেয় এবং ২শ বন্দী পালিয়ে যায়। গতস্পতিবার রাত দশটার দিকেও কারাভবনে আগুন জ্বলতে দেখা যায়। তখনও সেখানে দাঙ্গা চলছিল বলে রয়টারের স্থানীয় প্রতিনিধি জানান। প্রতিনিধি আরো জানান, তখনও বন্দীদের রক্ষীদের লক্ষ্য করে বোতল নিক্ষেপ এবং নতুন করে অগ্নিসংযোগ করতে দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে দমকল কর্মীরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। দাঙ্গা চলাকালে সেখানে ২হাজার ৬শ বন্দী ছিল বলে জানিয়েছেন প্রাকোসো।