ইবির ভর্তি পরীক্ষা কাল শুরু

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা কাল শনিবার থেকে শুরু হচ্ছে। এবার প্রতি আসনের বিপরীতে গড়ে ৬১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নিচ্ছেন।প্রথম দিন ধর্মতত্ত্ব অনুষতভুক্ত ‘এ’ ও আইন ও শরিয়াহ অনুষদভুক্ত ‘এইচ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে মোট ৪ হাজার ৫২৪ জন (আসনপ্রতি লড়বে ১৯ জন) ও ‘এইচ’ ইউনিটে ১৪০টি আসনের বিপরীতে ৯ হাজার ৪২৮ জন (আসনপ্রতি ৬৭ জন) ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করবেন। সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে।’সি’ ইউনিটে এক আসনের বিপরীতে মোট ১১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন বলে ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে। পরীক্ষা শেষ হবে আগামী ২৭ ফেব্রুয়ারি। ৫টি অনুষদভুক্ত ২২টি বিভাগের পরীক্ষা ৮টি ইউনিটের অধীনে দিনে মোট চারটি শিফটে অনুষ্ঠিত হবে। তবে প্রথম দিনে প্রথম শিফটে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িরঁনফ.হবঃ ও িি.িরঁ. ধপ.নফ) এ বিস্তারিত জানা যাবে। সম্পাদনা/শাবানা মন্ডল /০২.১৮ঘ /২২ ফেব্রয়ারি

Exit mobile version