ইরাকে ভেড়ার হাট ও বাণিজ্যিক এলাকায় বোমা বিস্ফোরণ; নিহত ১৫

আর্ন্তজাতিক ডেস্ক:- ইরাকের রাজধানী বাগদাদের অদূরে কয়েকটি বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। দেশটিতে যখন তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআই্এল এবং সেনাবাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে তখন এ হামলার খবর এলো।
বাগদাদের পশ্চিমাঞ্চলীয় উপশহর শোয়েইবে গতকাল শুক্রবার দুপুরের দিকে একটি ভেড়ার হাটে শক্তিশালী বোমা বিস্ফোরণে ৫ জন নিহত এবং আরো ১৩ জন আহত হয়। পুলিশ জানিয়েছে, রাধোনিয়ার উপশহরের একটি বানিজ্যিক সড়কেও বোমা হামলায় অন্তত দুই জন নিহত এবং নয় জন আহত হয়েছে। এছাড়া, আজ সকালে বাগদাদের দক্ষিণাঞ্চলের মাদাইন শহরের একটি মার্কেটে বোমা বিস্ফোরণে চার ব্যাক্তি নিহত এবং অন্তত এক ডজন আহত হয়।
এদিকে, বাগদাদ থেকে ২০ কিলোমিটার দক্ষিণে ইউসোফিয়া শহরের একটি মার্কেটের বাইরে বোমা হামলা হলে চার জন নিহত এবং অপর আরো ১০ ব্যক্তি আহত হয়। ইরাকি কর্মকর্তারা এই পাশবিক বোমা হামলার জন্য তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআই্এল এবং নিষিদ্ধ ঘোষিত বাথ পার্টিকে দায়ী করেছে। ইরাককে অস্থিতিশীল করতে তারা সন্ত্রাসী জোটও গঠন করেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।খবর:রেডিও তেহরান, এছাড়া, ইরাকি কর্মকর্তারা হামলায় মদদ দেয়াসহ আর্থিক ও সামরিক সহায়তা দেয়ার জন্য সৌদি আরবের প্রতি সন্দেহের আঙ্গুল তুলেছে।

Exit mobile version