ইসরাইলের টার্গেট বেসামরিক লোকঃ হামাসের টার্গেট সেনা

আন্তর্জাতিক ডেস্কঃ- গাজা আগ্রাসনের মাধ্যমে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে ধ্বংস না করতে পেরে ইহুদিবাদী ইসরাইল টার্গেট করেছে বেসামরিক লোকজনকে। ইহুদিবাদী সেনাদের হামলায় এ পর্যন্ত যত শহীদ হয়েছেন তার মধ্যে নারী, শিশু ও বয়স্ক লোকজনই বেশি। ইসরাইলের ‘হাতের পুতুল’ খোদ জাতিসংঘ বলছে, নিহতদের মধ্যে শতকরা ৮০ ভাগ বেসামরিক মানুষ যার মধ্যে বিরাট অংশ হচ্ছে নারী ও শিশু। অন্যদিকে, ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস টার্গেট করেছে ইসরাইলের সেনাবাহিনীকে। এ পর্যন্ত ইসরাইলের স্বীকারোক্তি অনুযায়ী হামাসের হাতে নিহত হয়েছে ৫৬ সেনা। অবশ্য, হামাস বলছে নিহত সেনা সংখ্যা ১৪০-এর বেশি। আর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৪০ সেনা যার মধ্যে ১৪ জনের অবস্থা আশংকাজনক। খবর-রেডিও তেহরান,এই তথ্য পরিসংখ্যান থেকে পরিষ্কার হয় যে, ইসরাইল হামাসের মোকাবেলায় কার্যত পরাজিত হয়ে সাধারণ ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে যা পরিষ্কারভাবে যুদ্ধাপরাধ।

Exit mobile version