ইসরাইল বিরোধী বিডিএস আন্দোলনের নিন্দা জানালেন হিলারি ক্লিনটন

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন
আন্তর্জাতিক ডেস্ক:- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটন আমেরিকায় ক্রমবর্ধমান ইসরাইল বিরোধী আন্দোলনের নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরাইলকে একঘরে করে রাখার পাশাপাশি তার অস্তিত্ব হুমকির মধ্যে ফেলতেই এর বিরুদ্ধে বয়কট, বিনিয়োগ প্রত্যাহার এবং নিষেধাজ্ঞা বা বিডিএস চাপিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে।
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ডেমোক্রেট দলের দাতা হাইম সেইবান এবং ইহুদিবাদী সংগঠনের নেতাদের কাছে লেখা এক চিঠিতে ইসরাইল বিরোধী এই আন্দোলনের বিরুদ্ধে লড়াই চালানোর আহ্বান জানিয়েছেন।
হিলারি বলেন, “আমি জানি বিডিএস আন্দোলনের বিরুদ্ধে লড়াই চালানোর ব্যাপারে আপনারা আমার সঙ্গে একমত হবেন এবং ইসরাইলকে একঘরে রাখাসহ তার অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলে দেয় এমন তৎপরতার বিরুদ্ধে আপনারা লড়াই চালাবেন।”

ইসরাইলকে শাস্তি দেয়ার পাশাপাশি ফিলিস্তিনি এবং ইসরাইলিদের মধ্যে বিদ্যমান মূল সমস্যা কিভাবে সমাধান করা হবে সে ব্যাপারে প্রভাব বিস্তার করতেই ‘বিডিএস আন্দোলন’ শুরু হয়েছে বলে হিলারি মন্তব্য করেন।
ফিলিস্তিনিদের মৌলিক অধিকারকে স্বীকৃতি না দেয়া পর্যন্ত বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান বিশেষ করে বিশ্ববিদ্যালয় এবং গির্জাগুলোকে ইসরাইলে বিনিয়োগ না করার আহ্বান জানাতে ২০০৫ সালে ‘বিডিএস আন্দোলন’ প্রতিষ্ঠা করা হয়।খবর: রেডিও তেহরান,এছাড়া, ইসরাইলকে আন্তর্জাতিক আইন অনুসরণ করতে বাধ্য না করা পর্যন্ত অবৈধ এ রাষ্ট্রটির ওপর বিভিন্ন ধরণের বয়কট আরোপ করার জন্য ‘বিডিএস আন্দোলন’ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Exit mobile version