ইসলামিক ফাইন্যান্স ও আইপিডিসির লভ্যাংশ ঘোষণা

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের দুই প্রতিষ্ঠানের ৩১ ডিসেম্বর ২০১২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

জানা গেছে, ৩১ ডিসেম্বর ২০১২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস আর ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশন অ্যান্ড ডেভলোপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (আইপিডিসি) পরিচালনা পর্ষদ ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

জানা গেছে, ইসলামিক ফাইন্যান্সের ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ এপ্রিল, সকাল ১১টায়, ইনষ্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, কাকরাইল, ঢাকাতে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ মার্চ। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ১.১৩ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয় ১৭.০৩ টাকা।

আর আইপিডিসির ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ এপ্রিল, সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ মার্চ। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ১.২৩ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয় ১৯.৪৩ টাকা।

Exit mobile version