অনলাইন ডেস্ক:- ইয়েমেনের প্রতিরক্ষা দফতরে ধারাবাহিক বোমা হামলার ঘটনায় নিহতে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে। নিহতদের মধ্যে চিকিতসক, রোগী ও নার্স রয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৬২ জন মানুষ। গতকাল রাজধানী সানার বাব আল-ইয়ামান এলাকার প্রতিরক্ষা ভবনের মূল গেটে এক আত্মঘাতী হামলাকারী গাড়িবোমা নিয়ে হামলে পড়ে। এরপর সশস্ত্র সন্ত্রাসীরা মন্ত্রণালয় ভবনে ঢুকে নিরাপত্তা কর্মীদের সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। পরবর্তীতে সরকারি সেনারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোলাগুলিতে বেশিরভাগ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে সানা।তবে এ ঘটনার জন্য কে বা কারা দায়ী তা এখনও জানা যায়নি। পাশাপাশি কতজন বন্দুকধারী সন্ত্রাসী নিহত হয়েছে তাও প্রকাশ করা হয়নি। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিস্ফোরণে গোটা এলাকা কেঁপে ওঠে এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। কেউ কেউ প্রথম বিস্ফোরণের পর আরেকটি বিস্ফোরণেরও খবর দিয়েছেন।খবর রেডিও তেহরান এর #