আন্তর্জাতিক ডেস্কঃ- ইয়েমেনের উত্তরাঞ্চলে আজ (সোমবার) সকালে আবারো মার্কিন সন্ত্রাসী ড্রোন হামলা হয়েছে। এতে নিহত হয়েছে অন্তত ছয়জন। ইয়েমেনের মাহরিব প্রদেশের আল-হুসুন গ্রামে ড্রোন থেকে একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। বলা হচ্ছে- নিহতরা সবাই সন্দেহভাজন আল-কায়েদার গেরিলা। গত মাসে ইয়েমেনের দক্ষিণাঞ্চলে তিনদিনে মার্কিন ড্রোন হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছিল। মার্কিন কর্মকর্তারা দাবি করে থাকেন, সন্ত্রাসীদের ওপরই ড্রোন হামলা চলছে। তবে স্থানীয় সূত্রগুলো বলছে, ড্রোন হামলায় হতাহতদের বেশিরভাগই বেসামরিক সাধারণ মানুষ।গত অক্টোবরে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, আন্তর্জাতিক আইন লংঘন করে মার্কিন ড্রোন হামলা চলছে এবং এতে ইয়েমেনের বহু সাধারণ মানুষ মারা যাচ্ছে।