সৌদি আরবের ভেতরে নাজরান এলাকায় ইয়েমেনের বিপ্লবীদের সঙ্গে আগ্রাসী বাহিনীর সংঘর্ষ চলছে বলেও বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। ইয়েমেনের জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহর পলিট ব্যুরোর সদস্য আলী আল-আসেমি বলেছেন- সৌদি আরবকে পিছুহটতে বাধ্য করা হবে।
এদিকে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ও পপুলার কমিটির মুখপাত্র কর্নেল শারাফ লুকমান বলেছেন, ইয়েমেনের অবকাঠামোগুলোর ওপর হামলা চালাচ্ছে সৌদি আরব। তারা ইয়েমেনের সব অবকাঠামো ধ্বংস করে দিতে চায়। সব কিছু লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলে তিনি জানান।খবর:রেডিও তেহরান, তিনি আরো বলেছেন, সৌদি আগ্রাসনে আড়াই হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। এর মধ্যে ৩৮১টি শিশু রয়েছে। গত ২৬শে মার্চ থেকে ইয়েমেনে হামলা শুরু করেছে সৌদি আরব ও তার কিছু মিত্র দেশ।