ইয়েমেন সীমান্তে ১০ সৌদি সেনা নিহত, কয়েকজন আটক

emiআন্তর্জাতিক ডেস্ক:-  ইয়েমেন সীমান্তে তাকিয়া উপজাতির হামলায় ১০ জনের বেশি সৌদি সেনা নিহত হয়েছে এছাড়া, বেশ কয়েকজন সৌদি সেনাকে আটক করা হয়েছে

 ইয়েনের উত্তরাঞ্চলীয় নগরী সাদার নিকটবর্তী সৌদি সীমান্ত ঘাঁটিতে আজ (রোববার) এই অতর্কিত হামলা চালানো হয়েছে। সময় সৌদি সামরিক যানসহ অনেক অস্ত্র গোলাবারুদও হাতিয়ে নিয়েছে তাকিয়া যোদ্ধারা

 তাকিয়া উপজাতীয় অবস্থানের ওপর সৌদি জোটের একাধিক বিমান হামলায় হতাহতের প্রতিশোধ নিতে হামলা চালানো হয়

 এদিকে, ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশে হুথি যোদ্ধাদের হামলায় শুক্রবার তিন সৌদি সেনা নিহত হয়েছে। ছাড়া, চলতি মাসের তারিখে আনসারুল্লাহ যোদ্ধাদের প্রতি অনুগত পপুলার কমিটির সঙ্গে গুলি বিনিময়ে ঘটনায় দুই সৌদি সেনা নিহত হয়েছে। এর একদিন আগেই ইয়েমেন সীমান্তে একইরকম ঘটনায় এক সৌদি সেনা নিহত ১০ জন আহত হয়

 এদিকে, আগ্রাসনের ১৮তম দিনে, আজও সৌদি জোটের বিমানগুলো ইয়েমেনের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে। তায়াজ প্রদেশে খুব ভোরে চালানো বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে আরব সংবাদ মাধ্যমগুলো খবর দিয়েছে

 জাতিসংঘের অনুমতির তোয়াক্কা না করেই সৌদি জোট চলতি মাসের ২৬  তারিখে ইয়েমেনে বিরুদ্ধে নির্বিচারে বিমান হামলা শুরু করে।খবর:রেডিও তেহরান,রিয়াদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত  দেশটির পলাতক ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় ফিরিয়ে আনার উদ্দেশ্যে আগ্রাসন শুরু করা হয় ইয়েমেনে আগ্রাসন শুরুর পর পর্যন্ত সৌদি আরব তিনটি সংযুক্ত আরব আমিরাত একটি বিমান হারিয়েছে

 

Exit mobile version