আন্তর্জাতিক ডেস্ক:- ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ২২ জন যাত্রী নিহত হয়েছে। এছাড়া, শতাধিক যাত্রী আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল (শুক্রবার) সকালে দেরাদুন থেকে বারানসীগামী জনতা এক্সপ্রেস নামে এই ট্রেনটি রায়বেরিলির বাছারভা স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়লে এর চারটি বগি লাইনচ্যুত হয়। এক্সপ্রেস ট্রেনটি ব্রেক ফেল করায় দুর্ঘটনায় পড়ে।
রেল সূত্রে জানা গেছে, ট্রেনটি বছরভা রেল স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে দাড়ানোর কথা ছিল। কিন্তু এর চালক ট্রেনটি থামানোর চেষ্টা করলেও সেটি না থামায় একটি বগি অন্যটির উপরে উঠে যায়।
যাত্রীদের উদ্ধার করার জন্য জোরদার চেষ্টা চালানো হচ্ছে। আহত যাত্রীদের রায়বেরিলি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মারাত্মকভাবে আহতদের লখনৌয়ের কিং জর্জ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স-এ পাঠানো হয়েছে।
রেল প্রতিমন্ত্রী মনোজ সিনহা জানান, ‘এ পর্যন্ত যা খবর পাওয়া গেছে তার ভিত্তিতে এই দুর্ঘটনা নিয়ে তদন্তের আদেশ দেয়া হয়েছে। ত্রাণ ও উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে বিশেষ দল পাঠানো হয়েছে।’
তিনি জানান, ‘দুর্ঘটনায় মৃতদের ২ লাখ টাকা এবং মারাত্মকভাবে আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে।’
উত্তরপ্রদেশের অখিলেশ যাদবের সরকারও মৃতদের ২ লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়ার কথা ঘোষণা করেছে।খবর:রেডিও,তেহরান, এদিকে, কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী মনোজ সিংহ জানিয়েছেন, দুর্ঘটনাটি কী ভাবে ঘটল, তা জানতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উত্তরপ্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহত ২২, তদন্ত কমিটি গঠন
Share This