উত্তর ইরাকে জঙ্গি হানাঃ১৩ ইরাকি সৈন্য নিহত, আহত ১৫ জন

rt irak 1আন্তর্জাতিক ডেস্কঃ- উত্তর ইরাকের একটি সামরিক অবস্থানে হামলা চালিয়ে ১৩ সৈন্যকে হত্যা করেছে উগ্র জঙ্গিরা। পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে, উত্তরাঞ্চলীয় মোসুল শহরের পশ্চিমে মাহাল্লাবিয়া এলাকায় চালানো ওই হামলায় সন্ত্রাসীরা স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে। হামলায় অপর ১৫ সৈন্য আহত হয়েছে। আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে যখন দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উদ্যোগ নেয়া হয়েছে তখন এ হামলা চালালো জঙ্গিরা। ২০১১ সালে দখলদার মার্কিন সেনারা ইরাক ত্যাগ করার পর এই প্রথম সেদেশে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সহিংসতা বন্ধের লক্ষ্যে নিরাপত্তা বাহিনী বেশ কয়েকটি বড় ধরনের অভিযান চালানোর পরও ইরাকে সহিংসতা বন্ধ হয়নি। শুধুমাত্র চলতি বছরের গত প্রায় চার মাসে কমপক্ষে ২,৬৫০ ব্যক্তি নিহত হয়েছে। ইরাকের উত্তরাঞ্চলীয় প্রদেশ নেইনাভা দেশটির অন্যতম বিপদজনক এলাকা হিসেবে পরিচিত। উগ্র তাকফিরি জঙ্গিরা এ প্রদেশের রাজধানী মোসুলসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর বহু সন্ত্রাসী হামলা চালিয়েছে। খবর-রেডিওতেহরান এর,এসব জঙ্গি সরকারি ভবন, থানা, জেলখানা ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে বেশিরভাগ হামলা চালায়।

Exit mobile version