উত্তর প্রদেশে রেল এবং সেনা হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত ১৭
জি-নিউজ
আন্তর্জাতিক ডেস্ক:- ভারতের উত্তর প্রদেশে দুটি পৃথক দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। রেল দুর্ঘটনায় মারা গেছেন, ১৪ জন যাত্রী। সেনাবাহিনীর হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনজন সেনা কর্মী। এদের মধ্যে ২ জন পাইলট এবং একজন ইঞ্জিনিয়ার রয়েছেন।
এদিকে রেল দুর্ঘটনার জেরে দু’জন চালককে বরখাস্ত করেছে রেল দফতর। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার কথা ঘোষণা করা হয়েছে। মারাত্মক জখমদের দেয়া হবে এক লক্ষ টাকা এবং সামান্য আহতদের ২০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানা গেছে।
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তর প্রদেশের গভর্নর রাম নাইক, রেলমন্ত্রী সদানন্দ গোউড়া প্রমুখ রেল দুর্ঘটনায় নিহতদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, মঙ্গলবার রাত ১১টা নাগাদ এই রেল দুর্ঘটনা ঘটে উত্তর প্রদেশের গোরখপুর জেলার নন্দন নগর রেল ক্রসিংয়ের কাছে। লখনউ-বারাউনি এক্সপ্রেস এবং মাদুয়াডিহ- কৃষক এক্সপ্রেসের মধ্যে সরাসরি ধাক্কা লাগায় এই দুর্ঘটনা ঘটে। উত্তর-পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক অলোক কুমার সিং জানান, মঙ্গলবার রাত ১১টা নাগাদ কৃষক এক্সপ্রেস বারাউনি এক্সপ্রেসকে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। রেল সূত্রে জানা গেছে, বারাউনি এক্সপ্রেস লুপলাইনে টার্ন নেয়ার সময় সিগন্যাল উপেক্ষা করে কৃষক এক্সপ্রেসের ইঞ্জিন গিয়ে সরাসরি তাকে ধাক্কা মারে। সংঘর্ষে বারাউনি এক্সপ্রেসের ৩টি কোচ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাতেই উদ্ধার কাজ শুরু হলেও আজ বুধবার সকাল ৮টা নাগাদ তা শেষ হয়। আহতদের স্থানীয় মেডিক্যাল কলেজ, জেলা হাসপাতাল এবং রেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। অন্যদিকে, আজ বুধবার উত্তরপ্রদেশের বেরিলি সেনা ঘাঁটির কাছে সকাল ৮টা নাগাদ বিমান একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩ জন সেনা নিহত হয়েছে।কি।খবর:রেডিও তেহরান, সেনা সূত্রে প্রকাশ, নিয়মিত উড্ডয়নের সময় এটি দুর্ঘটনার কবলে পড়ে বিধ্বস্ত হয়।