উত্তর প্রদেশে ৯ বছরে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩০০

আন্তর্জাতিক ডেস্ক:- ভারতের উত্তর প্রদেশে নয় বছরে দাঙ্গায় প্রাণ হারিয়েছেন ৩০০ মানুষ, আহত হয়েছেন তিন হাজার। এ তথ্য প্রকাশিত হয়েছে আরটিআই বা তথ্য জানার অধিকার সূত্রে।
এতে দেখা গেছে, ২০০৫ থেকে ২০১৪ সালের মধ্যে উত্তর প্রদেশে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে ১,২৭১ টি। এই দাঙ্গার মধ্যে ২০১৪ সালে নথিভুক্ত হয়েছে ৫৬টি। এতে প্রাণ হারিয়েছেন ১০ জন। আহত হয়েছেন ১৪৪ জন।
২০১৩ সালে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছেন দাঙ্গায়। এই বছর ২৪৭টি দাঙ্গার ঘটনায় মৃত্যু হয় ৭৭ জনের। গুরুতর আহত হন ৩৬০ জন। তথ্য জানার অধিকার আইনবলে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়েই এ তথ্য প্রকাশিত হয়েছে।
প্রকাশিত তথ্যে জানা গেছে, ২০০৫ সালে ১২১টি সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনায় ৪৭ জন প্রাণ হারিয়েছেন। ২০০৬ সালে ১১৩টি সাম্প্রদায়িক দাঙ্গায় গোটা উত্তর প্রদেশে মৃত্যু হয় ৪২ জনের। ২০০৭ সালে সাম্প্রদায়িক দাঙ্গায় মারা যায় ৩৭ জন মানুষ, আহত হয় ৩৯৭ জন। ২০০৮ সালের দাঙ্গায় ১৮ জনের মৃত্যু হয়, আহত হন ৪০৮ জন।
দেখা গেছে, ২০০৯ সালে ১৫৯টি দাঙ্গার ঘটনা ঘটেছে। ৩২ জনের মৃত্যু হয় এই দাঙ্গায়। ৫২৫ জন আহত হন এই ঘটনায়। একইভাবে ২০১০ সালে ১২১টি, ২০১১ সালে ১২১টি, এবং ২০১২ সালে ৮৪টি সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটে উত্তর প্রদেশে।
সাম্প্রতিক দাঙ্গার মধ্যে এখনো বহু মানুষ মুজাফফারনগর দাঙ্গার ঘটনার স্মৃতি বয়ে বেড়াচ্ছেন। এই দাঙ্গায় ৬০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। বাড়ি ছাড়া হয়েছিলেন কয়েক হাজার মানুষ। অনেকেই এখনো নিজ বাড়িতে ফিরতে পারেন নি।ছিল।খবর:রেডিও তেহরান, এই দাঙ্গার ফলেই খেসারত গুণতে হয় রাজ্যে ক্ষমতাসীন অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিকে। লোকসভা নির্বাচনে এ থেকে ফায়দা তোলে বিজেপি। তারা ভালো ফল করে এখানে।

Exit mobile version