লাইফস্টাইল ডেস্ক:- মিথ্যা বলা সব সময়ই খারাপ কাজ। তবে মাঝে মধ্যে ছোটখাটো মিথ্যা অনেক ভালো কিছু বয়ে আনে বলে মনে করেন অনেকে। এদের মধ্যে এমন কিছু মিথ্যা রয়েছে যা আপনি ভালো চেয়েই বলেন, কিন্তু শেষ পর্যন্ত তা ক্ষতি বয়ে আনে। জেনে নিন এমনই ৭টি ক্ষুদ্র মিথ্যা।
১. আমি ভালো আছি : আসলে মোটেও ভালো নেই। কিন্তু কেউ জানতে চাইলে সবাই বলেন, ভালো আছি। খারাপ থেকেও ভালো থাকার কথা বলাতে আপনার আবেগ আরো ঘন হবে। এতে মনের ওপর রীতিমতো বিপর্যয় নেমে আসতে পারে। তাই এভাবে বলুন যে আপনি খুব ভালো অবস্থায় নেই। এতে অন্তত স্বস্তি আসবে মনে।
২. প্রিন্টারটি নষ্ট ছিল : মিথ্যা কথাটি এমন হবে তা নয়। মূলত অফিসে বসের দেওয়া কাজ না করতে পেরে কোনো অজুহাত তৈরির কথা বলা হয়েছে। ব্যর্থতার জন্যে ক্ষমা চেয়ে নিন। কিন্তু ছোট মিথ্যাকে অজুহাত বানালে উল্টো ফেঁসে যেতে পারেন। এসব মিথ্যা ক্যারিয়ারে ক্ষতি বয়ে আনে।
৩. আগামীকাল করবো : এটা এমন এক মিথ্যার পর্যায়ে পড়ে, যা শুধু অন্যের সঙ্গে নয়, নিজের সঙ্গেও বলি আমরা। মনে করে দেখুন, নিজেকে কতবার বলেছেন যে আগামীকাল থেকে স্বাস্থ্যসম্মত খাবার ছাড়া অন্য কিছু খাবেন না। আজকের কাজ আগামীকাল করবেন বলে যে মিথ্যা প্রতিশ্রুতি দিলেন, তাতে আপনার নিজেরই ক্ষতি হলো।
৪. আমি দুঃখিত : যদি কোনো কারণে সত্যিই দুঃখবোধ না করেন, তবে তার জন্যে দুঃখ প্রকাশ করতে নেই। যদি মনে হয়ে এতে অভদ্রতা দেখানো হবে, সে ক্ষেত্রে বিষয়টি বুঝিয়ে বলতে পারেন। আপনার আচরণ ও কাজের পেছনের সত্য তুলে ধরা মিথ্যা দুঃখ প্রকাশের চেয়ে অনেক ভালো।
৫. আমি ব্যস্ত : আলসেমি নিয়ে গা এলিয়ে পড়ে রয়েছেন বিছানায়। বন্ধু ফোন করে কোথাও ঘুরে আসার প্রস্তাব দিলেন। আপনি বলে দিলেন, আমি ব্যস্ত আছি। এখানে সত্য বলাতে এমন কোনো অপরাধ হবে না যে আপনাকে মিথ্যা বলতে হবে। রসকষহীনভাবে ব্যস্ত আছি বলাতে বরং বন্ধু মনকষ্ট পেতে পারেন। কিন্তু সত্য প্রকাশ তার কাছে আপনার সততা তুলে ধরবে।
৬. আমি শুনছি : কানে হেডফোন দিয়ে গান শুনছেন বা মনোযোগ টেলিভিশনে। এ সময় মা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে বলতে আসলেন। আপনি নিজের কাজেই ব্যস্ত থেকে বলে দিলেন, আমি শুনছি। মা বলে চলে গেলেন এবং আসলে কিছুই শুনলেন না। তারচেয়ে মাকে বলুন, এই কাজটি সেরে তার কথা শুনবেন। কিন্তু মিথ্যা বলাতে মা ভাবতেই পারেন যে তার কথার কোনো মূল্যই দেন না আপনি।
৭. আমি তোমাকে ভালোবাসি : পৃথিবীতে সবচেয়ে বেশিবার বলা সবচেয়ে সুন্দর একটি বাক্য। কাজেই যদি সত্যি সত্যি কাউকে ভালো না বাসেন, তবে ভুলেও এ কথাটি বলবেন না। ভালোবাসা নিয়ে এখুনি মিথ্যা বললে, সত্যিকার ভালোবাসা পাবেন না। সূত্র : ইন্টারনেট
উপকার নয়, বরং ক্ষতি বয়ে আনে যে ছোটখাটো মিথ্যাগুলো
Share This