উপজেলার মেরুং এলাকায় থেকে টেলিটকের ৫ কর্মী উদ্ধার

খাগড়াছড়ির প্রতিনিধি,জি নিউজঃ- রাঙ্গামাটি থেকে অপহরণের ১৭ দিন পর খাগড়াছড়ির দীঘিনালা এলাকা থেকে টেলিটকের ঠিকাদারি প্রতিষ্ঠান বি-টেকনোলজির এক প্রকৌশলীসহ অপহৃত ৫ জনকে উদ্ধার করা হয়েছেঅপহৃত ব্যক্তিরা শারীরিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েছেন তবে তারা সুস্থ আছেন বলে জানা গেছে স্থানীয় সূত্র জানায়, উপজেলার  মেরুং এলাকায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) গতবৃহস্পতিবার সারারাত অভিযান চালায়পরে ভোরে রাষ্ট্রয়াত্ব মোবাইল কোম্পানি টেলিটকের অপহৃত কর্মীকে মেরুং এলাকা থেকে  শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে থেকে উদ্ধার করেউদ্ধারের পর তাদের রাঙামাটি ডিজিএফআইয়ের হেফাজতে রাখা হয়েছে উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- বি-টেকনোলজির প্রকৌশলী মোঃ আক্তার হোসেন, টেকনিশিয়ান মোঃ ইমরুল হোসেন ও মোঃ হেমায়েত হোসেন এবং সুপারভাইজার সুজাউদ্দিন ও মোঃ মুজিবুর রহমানউদ্ধার হওয়া ওই টেলিটক কর্মী জানান, তাদের অপহরণ করার পর বিভিন্ন জঙ্গলে চোখ বেঁধে আটকে রাখা হয়েছিল বর্তমানে তাদের শারীরিক অবস্থা ভাল রয়েছে অপহরণে জড়িত সন্দেহে মন্টু চাকমা ও হিরন্ময় চাকমা নামে দুজনকে আটক করে পুলিশ উল্লেখ্য, গত ৮ জুলাই টেলিটকের টাওয়ার নির্মাণের সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বাঘাইছড়ি থেকে অপহরণ করে দুর্বৃত্তরা বি-টেকনোলজির ওই ৫ জনকে অপহরণের পর ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণের পর থেকে তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রাখে পুলিশ ও সেনাবাহিনী

Exit mobile version