এডেন সাগরে জলদস্যুদের হামলা প্রতিহত করল ইরানের নৌবাহিনী

আর্ন্তজাতিক ডেস্ক:– এডেন সাগরে একটি ইরানি তেল ট্যাংকারে জলদস্যুদের হামলা প্রতিহত করেছে ইরানের নৌবাহিনী। নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি গতকাল সোমবার এ খবর দিয়ে বলেছেন, শনিবার এডেন সাগরের প্রবেশপথে একদল জলদস্যু একটি ইরানি তেল ট্যাংকার অপহরণের চেষ্টা চালায়। এ সময় কাছেই টহলরত নৌবাহিনীর একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জলদস্যুদের ওপর হামলা চালালে তারা পালিয়ে যায়।এডেন সাগরে জলদস্যু বিরোধী তৎপরতায় ইরানের নৌবাহিনীর সাফল্যের কথা তুলে ধরতে গিয়ে অ্যাডমিরাল সাইয়্যারি আরো বলেন, এই এলাকায় জলদস্যুরা তেল ট্যাংকার এবং বাণিজ্যিক জাহাজ অপহরণের জন্য সারাক্ষণ ওঁৎ পেতে থাকে। তাদের এ অপতৎপরতা নস্যাত করার জন্য ইরানের নৌবাহিনীও সার্বক্ষণিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে। জলদস্যু বিরোধী পদক্ষেপ জোরদার করার পরিকল্পনাও তার বাহিনীর রয়েছেন বলে জানান ইরানের নৌবাহিনীর কমান্ডার। এর আগে রিয়ার অ্যাডমিরাল সাইয়্যারি গতকাল জানিয়েছিলেন, গত কয়েক বছরে তার বাহিনী ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাংকারের ওপর জলদস্যুদের অন্তত ১৫০টি হামলা প্রতিহত করেছে।খবর:রেডিও তেহরান, সেইসঙ্গে আন্তর্জাতিক পানিসীমায় প্রায় ২,০০০ বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা দিয়েছে ইরানের নৌবাহিনী।

Exit mobile version