এবার নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে-যোগাযোগ মন্ত্রী

ob 11জি নিউজ ঃ- অতীতের যে কোনো স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও  যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের । আগামীতে স্থানীয় সরকার নির্বাচনগুলো দলীয়ভাবে করার বিষয়ে ভাবা হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের অধীনে সাত হাজারের বেশি স্থানীয় সরকার নির্বাচন হয়েছে; যার সবগুলোই অবাধ ও সুষ্ঠু হয়েছে।গতকাল মঙ্গলবার সকালে দলের সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সদ্য সমাপ্ত পাঁচ দফা উপজেলা নির্বাচন নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  যোগাযোগ মন্ত্রী বলেন,স্থানীয় সরকারের এই কাঠামোর নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সরাসরি মনোনয়নের বিধান না থাকলেও সমর্থন জানিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগও তার ব্যতিক্রম নয়। উপজেলা পরিষদ নির্বাচনে রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল না তা কোনোক্রমেই বলা যাবে না। তবে ভবিষ্যতে দলীয়ভাবে এই নির্বাচন অনুষ্ঠিত করার চিন্তাভাবনা আমাদের রয়েছে। নির্বাচনে সরকার কোনো প্রভাব খাটায়নি উল্লেখ করে তিনি বলেন, আমরা প্রশাসনকে বলেছি সরকারের কোনো দুর্নাম হয় এমন কাজ করবে না।  যদি দলীয় প্রভাব বিস্তার করতাম তা হলে জামায়াত সমর্থিত বিজয়ী প্রার্থীদের স্থলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের জয়ী করতে পারতাম। যোগাযোগমন্ত্রী বলেন, সংঘাতপূর্ণ ও বাকযুদ্ধের রাজনৈতিক পরিবেশ বিদ্যমান থাকা সত্ত্বেও অতীতের যে কোনো স্থানীয় সরকার নির্বাচনের চাইতে এই নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হয়েছে। অতি সামান্য কিছু ঘটনা ব্যতিক্রম হিসেবে ধরে নিলে জনগণ স্বাধীনভাবে তাদের পছন্দসই প্রার্থীকে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে সক্ষম হয়েছেন। কালো টাকা, পেশীশক্তি ব্যবহার হ্রাস পাবার পাশাপাশি ক্ষমতার অপব্যবহার ছিল না বললেই চলে। তিনি বলেন, বিএনপির সময় স্থানীয় সরকার নির্বাচনে অনেক দলীয় প্রভাব ছিল। তখন আমরা অনেক স্থানে প্রার্থী দিতে পারিনি। বিএনপি নির্বাচনের আগ মুহূর্তে কারচুপির অভিযোগ করলেও ফলাফলের পর চুপ করে রয়েছে। কারণ ফলাফল তাদের পক্ষে গেছে। আমরা বিএনপি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাবো অপপ্রচার মিথ্যাচার বন্ধ করুন।

Exit mobile version