বুধবার বনপা’র সভাপতি শামসুল আলম স্বপন, মহাসচিব মিজানুর রহমান হেলাল ও সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।
এক শোক বার্তায় সাংবাদিক নেতারা বলেন, এবিএম মূসা বাংলাদেশে সাংবাদিকতা জগতে এক পথিকৃৎ ছিলেন। তাঁর লেখনি সাংবাদিকতায় এক নতুনমাত্রা যোগ করেছিল। তাঁর মৃত্যুতে দেশ এক বর্ষীয়াণ ও সাহসী সাংবাদিককে হারালো। সাংবাদিকতা জগতে তাঁর এই অভাব কখনো পূরণ হবার নয়।
তারা বলেন, সাংবাদিকতার দীর্ঘ জীবনে মরহুম এবিএম মূসা বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে ছিলেন। দেশে যখনই গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা ও বাক স্বাধীনতা সঙ্কটের মুখে পড়েছে তখনই প্রবীণ সাংবাদিক এবিএম মূসা স্বোচ্চার ও অগ্রণী ভূমিকা পালন করেছেন। এজন্য অনেক সময় তিনি শাসকগোষ্ঠীর চক্ষুশূলে পরিণত হয়েছিলেন। দেশ ও জাতির বর্তমান ক্রাল্তি—কালে তার এ অবদানের কারণে সব মহলেই তিনি প্রশংসার পাত্র ছিলেন।
বনপা’র ওই শোকবার্তায় এবিএম মূসার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।