জি নিউজঃ-আগামী অক্টোবর মাসে দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। তবে কোন তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে তা সুনির্দিষ্ট করে বলেননি স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক মন্ত্রী। গতকাল মঙ্গলবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এবারো আগের বছরের নিয়মেই ভর্তি পরীক্ষা হবে। পরীক্ষা পদ্ধতিতে কোনো ধরনের পরিবর্তন আনা হচ্ছে না। বর্তমান পদ্ধতি অনুযায়ী এসএসসি ও এইচএসসির ফল মিলিয়ে অন্তত ৮ জিপিএ থাকলে মেডিকেলে ভর্তির আবেদন করা যায়। এরপর পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীই ভর্তির সুযোগ পান। এদিকে, স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, ৪ অক্টোবর মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার লিখিত পরীক্ষার জন্য চলতি সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহের শুরুতেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। দেশের ২২টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা দুই হাজার ৮১১টি। এছাড়া ৫৩টি বেসরকারি মেডিকেল কলেজে আসন চার হাজার ২৪৫টি। অন্যদিকে, নয়টি সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজগুলোর ডেন্টাল বিভাগে আসন সংখ্যা ৫৬৭টি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের আগে দেশের মেডিকেল কলেজগুলোতে কোনো ভর্তি পরীক্ষা ছিল না। ভর্তি পরীক্ষা নেয়া শুরু হয় ১৯৮০’র দশ কে। তাঃ-২৭ আগস্ট ২০১৩