জি নিউজঃ- কক্সবাজারের চকরিয়ায় পুলিশ ও বিজিবির সঙ্গে বিএনপিকর্মীদের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ সময় ২০ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন আরো অর্ধশতাধিক। ১৪৪ ধারা ভেঙে বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করলে এ সংঘর্ষ ঘটনা ঘটে। এবিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া একজন নিহত হওয়ার কথা স্বীকার করেছেন।এদিকে জেলা বিএনপির সহসভাপতি এনামুল হক দাবি করেছেন, এ ঘটনায় মিজান ও বাদশা নামে বিএনপির দুইকর্মী নিহত হয়েছেন। বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি মিছিল-সমাবেশের কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় শুক্রবার সকাল ১১টা ৪৫ মিনিট থেকে অনির্দিষ্টকালের ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা সংঘর্ষে উপজেলা সদরের বিভিন্ন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে পুলিশ-বিজিবি ও বিএনপি উভয়পক্ষ গুলিবর্ষণ করেছে। তাঃ-২৫ অক্টোবর, ২০১৩