কলম্বিয়ার Caño Cristales পৃথিবীর সবচেয়ে সুন্দরতম নদী

কলম্বিয়ার এক নদীর নাম Caño Cristales, এই নদীর বেশ কিছু রং আছে যা একে বৈচিত্র্যময় করে তুলেছে সারা বিশ্বের কাছে। আমাদের আজকের প্রতিবেদনে উঠে আসবে এই নদীর বিষয়ে 1
নামের এই নদীটি কলম্বিয়ার Serrania de la Macarena প্রদেশে অবস্থিত। একে বলা হয় পাঁচ রঙা নদী! কিংবা কেউ কেউ একে রঙধনুর নদী বলে থাকে। এই নদীকে এসব নামে ডাকার কারণ এখানে পানির নিচে থাকা বিভিন্ন রঙের কারণে এই নদী বিভিন্ন রঙের আভা নিয়ে মানুষকে বিমোহিত করে।
Caño Cristales নদীতে রয়েছে, লাল, হলুদ, নীল, বেগুনি, কালো, বিশেষ করে লাল রং সত্যি মানুষকে অবাক করে দেয়। ভালোলাগার অনুভূতি এনে দেয়!
কেবল মাত্র বছরের কিছু সময় এই নদীর পানি যখন পর্যাপ্ত থাকে এবং সূর্যালোক যথেষ্ট হয় সেই সময়েই এখানে গজিয়ে উঠে সামদ্রিক মস! এসব মসের নাম Macarenia clavigera।
সমূহ পানির নিচেই অসাধারণ রূপে আবির্ভূত হয়। নানান আবীরে বর্ণিত হয় পানির আভা। এই নদী কলম্বিয়া সহ সারা বিশ্ব থেকে অসংখ্য পর্যটককে আকর্ষণ করে।

প্রতিবছর এখানে অসংখ্য দর্শনার্থী ভিড় করে Macarenia clavigera নামের বর্ণিল মস উদ্ভিদ দেখতে এমন , এদের কারণেই সম্পূর্ণ নদীর পানিকে বর্ণিল লাগে

সূত্রঃ viralnova

Exit mobile version