কলেজ-ইউনির্ভাসিটিতে ধর্ষণ ঠেকাতে টাস্ক ফোর্স গঠন করলেন- ওবামা

rt024আন্তর্জাতিক ডেস্ক :- আমেরিকার কলেজ ক্যাম্পাসগুলোতে যৌন হয়রানি বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। এ ধরনের হয়রানি ঠেকানোর কৌশল খুঁজে বের করতে তিনি তার সিনিয়র উপদেষ্টা ও মন্ত্রিপরিষদের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এ ধরনের অপরাধ মোকাবেলায় কলেজ ও ইউনিভার্সিটিগুলোকে আরো সোচ্চার হওয়ার আহ্বান জানান ওবামা। ধর্ষণ তথা যৌন হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।  ‘হোয়াইট হাউস কাউন্সিল অব ওমেন এন্ড গার্লস’-র এক প্রতিবেদনে বলা হয়েছে, কলেজ-বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পার্টিতে যৌন হয়রানির ঘটনা ঘটে। মদ্যপ মেয়েদের ওপর এ ধরনের হামলা বেশি হয়। এক গবেষণার ফলাফলে বলা হয়েছে, যারা ধর্ষণের মতো অপকর্ম করে তারা পরবর্তীতেও সে চেষ্টা চালায়। গবেষণার ফলাফলে দেখা গেছে, যেসব ছাত্র ধর্ষণ করা বা ধর্ষণের চেষ্টা চালানোর কথা স্বীকার করেছে তাদের দুই-তৃতীয়াংশই একাধিক বার এ ধরনের অপকর্ম করেছে। এদের অধিকাংশই কখনোই গ্রেফতার বা বিচারের সম্মুখীন হয়নি। কারণ হামলার শিকার মেয়েরা নানা কারণে বিশেষকরে পুলিশের নেতিবাচক আচরণের কারণে এ ধরনের ঘটনা পুলিশ কর্তৃপক্ষকে জানায় না। সূত্র- রেডিও তেহরান, তাঃ-২৪ জানুয়ারি২০১৪  #

 

Exit mobile version