ঝিনাইদহ র্যা ব -৬ এর কমান্ডার স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যা বের একটি দল বুধবার রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ শহরের কলেজ পাড়ার জয়দেব কুমারের বাড়িতে অভিযান চালায়। এ সময় অস্ত্র ও গুলিসহ অনিমেষকে আটক করা হয়। এ অস্ত্র ও গুলি সে তার নিজ ঘরে বিছানার নিচে লুকিয়ে রেখেছিল। আটক অনিমেষ একজন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।