অনলাইন ডেস্ক :- ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের সোপোর জেলায় নিরাপত্তা বাহিনীর ওপরে হামলা চালিয়েছে স্বাধীনতাকামী গেরিলারা। এতে পুলিশের এক অ্যাসিসটেন্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) নিহত ও অপর তিনজন আহত হয়েছে। একটি বাড়িতে গেরিলাদের লুকিয়ে থাকার খবর পেয়ে আজ (মঙ্গলবার) সকালে সোপোর জেলার চাংখান গ্রামে অভিযান চালায় পুলিশের একটি দল। পুলিশি অভিযানের মুখে গ্রেনেড হামলা ও বেপরোয়া গুলি চালাতে শুরু করে গেরিলারা। এ সময় চার পুলিশকর্মী আহত হন। তাদের শ্রীনগর হাসপাতালে নিয়ে যাওয়ার পর এক এএসআই মারা যান। গেরিলাদের ধরতে ঘটনাস্থলে পৌঁছায় স্পেশ্যাল অর্গানাইজেশন গ্রুপ (এসওজি), রাষ্ট্রীয় রাইফেলস ও সিআরপিএফ’র জওয়ানরা।খবর রেডিও তেহরানর