কাশ্মীর- ৭ লাশের দাবিতে ব্যাপক বিক্ষোভ-সংঘর্ষ, থানায় আগুন

kas 26আন্তর্জাতিক ডেস্ক:- ভারত শাসিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৭ বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার পর সেখানে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কুপওয়ারা অঞ্চলের বাসিন্দারা এরইমধ্যে একটি থানা আগুনে জ্বালিয়ে দিয়েছেন। বিক্ষোভকারীরা নিহত স্বজনদের মৃতদেহ ফেরত দেয়ার দাবি জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘বিক্ষোভরত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল এবং ফাঁকা গুলি ছুঁড়েছে। এ প্রতিবেদনটি রেডিও তেহরানএর,স্থানীয় বাসিন্দা মনজুর আহমেদ বলেছেন, আজকের সংঘর্ষে এক ব্যক্তি আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেখানে আধাসামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। গ্রামবাসীরা বলছেন, গতরাতে যে সাত ব্যক্তিকে হত্যা করা হয়েছে,তারা বেসামরিক ব্যক্তি। হত্যার পর তাদেরকে গেরিলা হিসেবে চালিয়ে দেয়ার চেষ্টা চলছে। তারা আরো বলেছেন, ওই গ্রামের কয়েক জন ব্যক্তি বনে পশু শিকার করতে যেয়ে আর ফেরেননি। ধারণা করা হচ্ছে, নিখোঁজ ব্যক্তিদেরকেই হত্যা করেছে পুলিশ। গতরাতে দার্দপোরা গ্রামে অভিযান চালিয়ে সাত গেরিলাকে হত্যার দাবি করে ভারতীয় পুলিশ। কিন্তু গ্রামবাসীদের ভাষ্য অনুযায়ী, নিহতের বেসামরিক গ্রামবাসী।তাঃ-২৬ ফেব্রুয়ারি২০১৪।

Exit mobile version