অনলাইন ডেস্ক,জি নিউজঃ- মিশরের ক্ষমতাচ্যুৎ প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের ওপর নিরাপত্তা বাহিনীদের গুলিতে শতাধিক নিহত এবং এক হাজারের বেশি লোক আহত হয়েছে। শনিবার ভোরে কায়রোর নাসর সিটিতে রাবা আল-আদাউইয়া মসজিদের পাশে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মুরসির সমর্থকদের অবস্থান কর্মসূচিতে গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে। আহত করার জন্য জন্য নয়, হত্যা করার জন্যই তারা গুলি চালায়। মুরসির দল মুসলিম ব্রাদারহুডের মুখপাত্র জেহাদ এল হাদাদ রয়টার্সকে বলেন, ভোররাত ৩টার পরে ফজরের নামাজের কিছু আগে নিরাপত্তা বাহিনী তাদের ওপর হামলা চালায়। কাঁদানে গ্যাসের পাশাপাশি গুলি ছোড়ে তারা।এদিকে চিকিৎসকের বরাত দিয়ে বিবিসি জানায়, কমপক্ষে ১০০ লোক নিহত ও এক হাজারের বেশি লোক আহত হয়েছে। ওই অবস্থান কর্মসূচিতে অনেক নারী ও শিশু ছিল। গত বুধবার সেনা প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি দেশবাসীর প্রতি সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য রাজপথে অবস্থান নেয়ার আহ্বান জানালে এতে সাড়া দিয়ে শুক্রবার কায়রোর ঐতিহাসিক তাহরির স্কয়ারে অবস্থান নেয় বহু লোক। সেনা অভ্যুত্থানের প্রতিবাদে ও মোহাম্মদ মুরসির মুক্তির দাবিতে পাল্টা বিক্ষোভ-মিছিল করে মুরসির সমর্থকরা। পাল্টাপাল্টি এ বিক্ষোভের একপর্যায়ে শনিবার ভোরে মুরসির সমর্থকদের অবস্থান কর্মসূচিতে গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গত ৩ জুলাই ব্যাপক গণঅসন্তোষের জের ধরে মিশরের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে উৎখাত করে সেনাবাহিনী।