কেজরিওয়ালের পদত্যাগ-দুর্নীতি দমনে ব্যর্থ

kin 15আন্তর্জাতিক ডেস্ক:-দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে নেমে হেরে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রাজ্য বিধানসভায় দুর্নীতি বিরোধী জন লোকপাল বিল তুলতে না পারার ব্যর্থতা নিয়ে গতকাল শুক্রবার রাতে পদত্যাগ করেছেন তিনি। এর ফলে দুর্নীতি বিরোধী সমাজ গঠনের স্বপ্ন বাস্তবায়ন করতে না পারার গ্লানি নিয়ে ৪৯ দিনের আপ সরকারের পতন হলো।এ প্রতিবেদনটি রেডিও তেহরানএর, মন্ত্রিসভার এক সংক্ষিপ্ত বৈঠকের পর দিল্লির লে. গভর্নর নাজিব জঙের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন কেজরিওয়াল। প্রথমে বেসরকারি পর্যায়ে ভারত থেকে দুর্নীতিকে বিদায় করার আন্দোলন শুরু করেছিলেন কেজরিওয়াল। পরে যখন দেখলেন ক্ষমতা হাতে না থাকলে দুর্নীতি দূর করা সম্ভব নয় তখন রাজনৈতিক দল গঠন করেন তিনি। আম আদমি পার্টি বা আপ গঠন করার এক বছরেরও কম সময়ের মধ্যে দিল্লি রাজ্যের ক্ষমতাও এসে যায় তার হাতে। কিন্তু ভারতে দুর্নীতিকে শিল্পে পরিণত করার জন্য দায়ী যেসব রাজনৈতিক দল তারা খুব স্বাভাবিকভাবে তার পথের কাঁটা হয়ে দাড়ায়। তিনি জন লোকপাল বিল পাস করতে চাইলেও পুরনো রাজনৈতিক দলগুলো তা পার্লামেন্টে উত্থাপনই করতে দেয়নি। কেন্দ্রীয় সরকারের অনুমোদন প্রয়োজন হলেও দুর্নীতির দায়ে অভিযুক্ত ইউপিএ সরকারও সে অনুমোদন দেয়নি। শুক্রবার ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধাসভার ৪২ সদস্য জন লোকপাল বিল সংসদে তোলর বিরোধিতা করেন। আপের ২৭ সদস্য এর পক্ষে ভোট দিলেও কাজ হয়নি। ফলে ব্যর্থতার গ্লানি নিয়ে সরে দাঁড়াতে হলো কেজরিওয়ালকে। আর তার ব্যর্থতা প্রমাণ করলো- প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতিতে ছেয়ে যাওয়া ভারত থেকে এত সহজে দুর্নীতি দূর করা সম্ভব নয়। তাঃ-১৫ ফেব্রুয়ারি২০১৪।

Exit mobile version