কোরিয়ানরা সংযোজন করেছেন -চলন্ত অবস্থায় বাস চার্জ

অনলাইন ডেস্ক, জি নিউজঃ- কোরিয়ান নির্মাতারা সম্প্রতি রাস্তায় বৈদ্যুতিক বাসের ব্যাটারি চার্জ করার তারহীন স্বয়ংক্রিয় পদ্ধতি সংযোজন করেছেনমার্কিন সাময়িকী ফোর্বস এক প্রতিবেদনে জানিয়েছে, এ প্রযুক্তিতে চার্জ করার জন্য বাসকে থামতেও হবে না, চলন্ত অবস্থায়ই তা চার্জ হবে দক্ষিণ কেরিয়ার গামি শহরে সাড়ে সাত মাইল রাস্তায় এ প্রযুক্তি স্থাপন করা হয়েছেআধুনিক প্রযুক্তি সন্নিবেশিত এ রাস্তাটি তৈরি করেছেন কোরিয়ার অ্যাডভান্সড ইন্সটিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষকরারাস্তাটির নিচে বৈদ্যুতিক তার রয়েছে এবং তা ইলেকট্রো ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে চলন্ত বাসকে চার্জ করেতবে এটি শুধু বাসকেই চার্জ করতে পারে বলে প্রতিবেদনে জানিয়েছে ফোর্বস নির্মিত রাস্তাতে এ প্রযুক্তি এমনভাবে ব্যবহার করা হয়েছে, যাতে করে এটি কোন বাসের চার্জ প্রয়োজন এবং কোনটির চার্জ প্রয়োজন নয়, তা শনাক্ত করতে পারেআর এভাবেই যেসব বাসের চার্জ প্রয়োজন হয় সেগুলোকে চলন্ত অবস্থায় চার্জ দেওয়া হয় খবর অনলাইনের

Exit mobile version